Ajker Patrika

ময়মনসিংহে হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে যুবক খুন

ময়মনসিংহ প্রতিনিধি
নিহত ইয়াসিন আলী স্বপন। ছবি: সংগৃহীত
নিহত ইয়াসিন আলী স্বপন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আমির হোসেন নামে আরও একজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা মালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী স্বপন ওই এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি আনন্দ মোহন কলেজের অ্যাকাউন্টিং বিভাগের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি ইয়াসিন আলী স্বপন ওই এলাকায় মুদি দোকানির ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালে নিহত ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে হত্যা করে দিলীপ ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় মামলার পর দিলীপ জেলে খানায় ছিলেন। আনুমানিক এক বছর আগে জামিনে ছাড়া পান দিলীপ। এরপর থেকে মাদক ব্যবসা ও এলাকায় এক আতঙ্কের নাম ছিলেন দিলীপ। ঘটনার দিন রাত ৯টার দিকে স্বপনের দোকানের সামনে আমির হোসেন কুপিয়ে আহত করে দিলীপ ও তাঁর সহযোগীরা। পরে ইয়াসিন আলী স্বপন দোকান থেকে বের হতেই দিলীপ ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে ইয়াসিন আলী স্বপন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত আমির হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত