ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামের বাসের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার একটি গ্যাসচালিত জ্বালানিভর্তি কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা। তিনি ওই যাত্রীবাহী বাসে সহকারী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। তিনি জানান, ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চায়না মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা বিভাজকের ওপর উঠে গিয়ে সেটি ভেঙে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী মঞ্জুরুল হাসান মারা যান। এ সময় অন্তত ১৯ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামের বাসের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার একটি গ্যাসচালিত জ্বালানিভর্তি কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা। তিনি ওই যাত্রীবাহী বাসে সহকারী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। তিনি জানান, ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চায়না মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা বিভাজকের ওপর উঠে গিয়ে সেটি ভেঙে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী মঞ্জুরুল হাসান মারা যান। এ সময় অন্তত ১৯ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
২৯ মিনিট আগেঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মো. আলতাফ হোসেন (৫৭) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢোলারহাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। আলতাফ হোসেন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবু হানিফ মুন্সির ছেলে।
৪১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শামসুদ্দোহা (৬৫) নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে চালক নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গতকাল সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বরইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে