Ajker Patrika

শুভ্র হত্যার এক বছরে জামিনে ১৫ আসামি

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১০: ০৮
শুভ্র হত্যার এক বছরে জামিনে ১৫ আসামি

গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যার এক বছর পূর্ণ হয়েছে আজ। ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার মধ্যবাজার পানমহালে দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তাঁকে। এই মামলার ১৯ আসামির মধ্যে ১৫ জনই জামিনে রয়েছেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে আরও পাঁচজনকে যুক্ত করে ১৯ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ সবাই উচ্চ আদালতের জামিনে রয়েছেন। পরে নিম্ন আদালতে হাজিরা দিলে তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। আর একজন পলাতক রয়েছেন।

এ মামলায় এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের ছোট ভাই মাসুদ পারভেজ কার্জন (২৭), মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ছোট দুই ভাই যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম (৪১) ও সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল (৩৮), আহমেদ রেজা (২৮), মোজাম্মেল হক (৩০), খাইরুল ইসলাম (৩০), রিফাত (২৫), মো. আবু হানিফা (৩০), জাহাঙ্গীর আলম (২৮), মজিবুর রহমান (৩০), শরীয়তউল্লাহ ওরফে সুমন (৩৩), রাসেল মিয়া (৩২), কামাল মিয়া (৩৫), মো. মাইনউদ্দিন (২০), শরীফুল ইসলাম নাঈম (২২), রুহুল আমীন (২৮) ও শাহজাহান মিয়া (২৫)।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহাম্মদ বলেন, রোববার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুভ্রর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

এলাকার খবর
Loading...