Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ দিন ধরে অ্যাম্বুলেন্স-সেবা বন্ধ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯: ৫১
স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ দিন ধরে অ্যাম্বুলেন্স-সেবা বন্ধ

চালক না থাকায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স-সেবা ১২ দিন ধরে বন্ধ রয়েছে। সেবা না পেয়ে উপজেলার মানুষের ভরসা এখন বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস অথবা সিএনজিচালিত অটোরিকশা। ফলে বাড়তি ভাড়াসহ চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী ও স্বজনদের। 

জানা গেছে, উপজেলায় ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যাবিশিষ্ট দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পাশের কলমাকান্দা উপজেলার লোকজনও চিকিৎসা নেন এখানে। কিন্তু এত বড় একটি উপজেলার জন্য অ্যাম্বুলেন্স মাত্র একটি। এখন সেটিও চালানোর লোক নেই। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ অ্যাম্বুলেন্সচালককে দেড় বছর আগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তখন থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জিপ গাড়ির চালক দিয়েই চালানো হয়েছে অ্যাম্বুলেন্স। এদিকে ৯ জানুয়ারি ভাড়া নিয়ে দর-কষাকষির সময় এক নবজাতকের মৃত্যু হয়। পরে ১০ জানুয়ারি চালক শাহাদাত হোসেনকে সরকারি অ্যাম্বুলেন্স চালানো থেকে সরিয়ে নিয়ে গঠন করা হয় তদন্ত কমিটি। এ ঘটনার পর থেকেই এ পর্যন্ত ১২ দিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স-সেবা। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাম্মৎ জেবুন্নেসা বলেন, অ্যাম্বুলেন্সচালক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত