নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলায় কৃষক মামুন মিয়া (৪৮) হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায় আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
নিহত মামুন মিয়া উপজেলার দরুনবালী গ্রামের বাসিন্দা।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর রাতে মামুন মিয়া খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে যান। কিন্তু ওই দিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন গ্রামের এক পুকুরপাড় থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই দিন পর নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে একটি গ্রামের হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে আটক করে। আটক হুমায়ুন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সাতজনও নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সাত মাস পর ২০২০ সালে জুনে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন খান জানান, এই রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।
নেত্রকোনা সদর উপজেলায় কৃষক মামুন মিয়া (৪৮) হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায় আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
নিহত মামুন মিয়া উপজেলার দরুনবালী গ্রামের বাসিন্দা।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর রাতে মামুন মিয়া খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে যান। কিন্তু ওই দিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন গ্রামের এক পুকুরপাড় থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই দিন পর নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে একটি গ্রামের হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে আটক করে। আটক হুমায়ুন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সাতজনও নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সাত মাস পর ২০২০ সালে জুনে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন খান জানান, এই রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি ছুড়ে হত্যার ঘটনার করা মামলায় মৃত এক যুবলীগ নেতাকে আসামি করা হয়েছে। তাঁর নাম হারুন মোড়ল (৫০)। তিনি উপজেলার সিংগারদীঘি গ্রামের মৃত জিল্লুর রহমান মোড়লের ছেলে ও মাওনা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। গত বছরের ১৪ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে
২ ঘণ্টা আগেযশোরের কেশবপুরে জলাবদ্ধতার কারণে উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৫০ হেক্টর জমিতে হচ্ছে না বোরো আবাদ। গত বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে এলাকার মাঠঘাট জলাবদ্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
২ ঘণ্টা আগেআমদানি পর্যাপ্ত হওয়ার পর বন্দরনগরী চট্টগ্রামে মিলছে না সয়াবিন তেল। যেসব বোতল পাওয়া যাচ্ছে, তা বিক্রি হচ্ছে সরকারনির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে। সংকট কোথায় জানে না কেউ। সরকারের পক্ষ থেকে পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিলেও কোনো কার্যক্রম চোখে পড়ছে না।
২ ঘণ্টা আগেবাতিঘর প্রকাশনীর প্যাভিলিয়নের সামনে বেশ ভিড়। বই কেনার পাশাপাশি জটলাটা লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনকে ঘিরে। অটোগ্রাফ আর সেলফি শিকারিদের কবলে পড়েছিলেন তিনি। একের পর এক নাম সই আর সেলফির আবদার মেটানো থেকে সাময়িক বিরতি নিয়ে কথা বললেন তিনি। জানালেন, বইমেলার শেষ দিকে কালই প্রথম মেলায় এসেছেন। এবার তাঁর দুটি
২ ঘণ্টা আগে