Ajker Patrika

নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনা সদর উপজেলায় কৃষক মামুন মিয়া (৪৮) হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায় আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।  

নিহত মামুন মিয়া উপজেলার দরুনবালী গ্রামের বাসিন্দা।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর রাতে মামুন মিয়া খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে যান। কিন্তু ওই দিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন গ্রামের এক পুকুরপাড় থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই দিন পর নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে একটি গ্রামের হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে আটক করে। আটক হুমায়ুন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সাতজনও নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সাত মাস পর ২০২০ সালে জুনে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন খান জানান, এই রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত