Ajker Patrika

‘প্রধানমন্ত্রীকে নিয়ে’ ফেসবুকে পোস্ট, সাময়িক বরখাস্ত শিক্ষক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ১৮: ১৬
‘প্রধানমন্ত্রীকে নিয়ে’ ফেসবুকে পোস্ট, সাময়িক বরখাস্ত শিক্ষক

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নেত্রকোনার কেন্দুয়ায় মজলিশপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

আজ বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষকের নাম মো. মিজানুর রহমান। তিনি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।

প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ওই শিক্ষকের আইডিতে “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন” নিয়ে বিতর্কিত একটি পোস্ট দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে স্কুল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি চিঠিও ইস্যু করা হয়েছে। তবে সেটি এখনো তাঁর কাছে পৌঁছানো হয়নি।’

এ বিষয়ে শিক্ষক মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত। পরে বিস্তারিত বলব।’ এরপর তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত