Ajker Patrika

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৬: ২৪
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান শান্ত (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে রিয়াদ শহরে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত শান্ত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মধ্য জাঙ্গালিয়া এলাকার সুরুজ মণ্ডলের চতুর্থ ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই খোরশেদ আলম। 

নিহত শান্তর বড় ভাই খোরশেদ বলেন, ব্যবসায়িক কাজে শান্ত তাঁর ব্যবহৃত স্কুটার চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শান্ত। পরে স্থানীয় পুলিশ প্রশাসন তাঁর লাশ উদ্ধার করে সৌদি আরবের রিয়াদ শহরের সোমছি কিং সউদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়। 

খোরশেদ আলম আরও বলেন, ‘পাঁচ বছর বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যায় শান্ত। এখন ফিরবে লাশ হয়ে।’ সেই সঙ্গে যত দ্রুত সম্ভব শান্তর মরদেহ দেশে আনার দাবি জানান তিনি। এদিকে তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, ‘শান্ত খুবই ভালো ও মেধাবী ছিল। দ্রুত সময়ের মধ্যে যেন তার লাশ দেশে পৌঁছায়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে সেই দাবি জানাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত