Ajker Patrika

মমেকের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৪
মমেকের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

ময়মনসিংহে হঠাৎ করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত একজন এবং করোনার উপসর্গ নিয়ে আটজন মারা যান। 

মৃতদের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার তিনজন এবং টাঙ্গাইলের একজন রয়েছেন। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫)। এ ছাড়া ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দা উপজেলার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাট উপজেলার মেদেন সিথিল (৬২), নেত্রকোনা সদরের আয়েশা (৭০), দুর্গাপুর উপজেলার প্রমোদ পাল (৭০), মোহনগঞ্জ উপজেলার শফিকুল (১৫) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাসমত আলী (৬০) করোনার উপসর্গ নিয়ে মারা যান। 

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গে ১০০ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৭ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩৩ জন রোগী ভর্তি আছেন। এঁদের মধ্যে আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সুস্থ হয়ে ১২ জন হাসপাতাল ছেড়ে গেছেন। 

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৮৫৮ এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮১১ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত