Ajker Patrika

চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গৃহ শিক্ষকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৮: ০৮
চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গৃহ শিক্ষকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহ শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মামলা হয়েছে বলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান।

এজাহারের বরাত দিয়ে ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই শিশু ২০ বছর বয়সী প্রতিবেশী যুবকের বাড়িতে গিয়ে পড়ত। ৪-৫ দিন আগে সন্ধ্যায় পড়ানোর সময় একা পেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় ওই তরুণ। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।

ভুক্তভোগী ছাত্রীর মা আজকের পত্রিকাকে বলেন, মেয়েকে ৪-৫ দিন আগে সন্ধ্যায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান ওই তরুণ। তখন মেয়ের চিৎকারে ব্যর্থ হলেও গত বুধবার আবার ধর্ষণের চেষ্টা চালান তিনি।

এদিকে ধর্ষণচেষ্টার মামলা হলেও স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির চেষ্টা চলছে। আসামির ঘনিষ্ঠ একব্যক্তি জানান, ওই তরুণ আগেও এমন ঘটনা ঘটিয়েছে। পরে সেগুলো সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত