Ajker Patrika

ভালুকায় সড়ক পার হতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৫ মে ২০২৪, ১৬: ৩৪
ভালুকায় সড়ক পার হতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হতে গিয়ে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী গ্রামের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালমেঘা গ্রামের আক্কাছ আলী (৭৫) এবং তাঁর স্ত্রী হাজেরা খাতুন (৬৫)।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।’ 

স্থানীয়রা জানান, গতকাল রাত সোয়া ১১টার দিকে আক্কাছ আলী ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন এবং মেয়ে রাহেলা খাতুন ভালুকা উপজেলার হবিরবাড়ী গ্রামের আমতলী এলাকায় গাড়ি থেকে নামেন। তাঁরা ওই স্থান দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রাহেলা মহাসড়ক পার হতে পারলেও দ্রুতগতির ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাস আক্কাছ আলী ও তাঁর স্ত্রী হাজেরাকে চাপা দেয়। এতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেত্রী শাহনাজ আটক

চিৎকার শুনে ছুটে আসা স্থানীয়রা ধর্ষণের শিকার নারীকেই মারধর করে

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া অফিসার হচ্ছেন ভারতের র-এর প্রধান

পিআর পদ্ধতিতে ভোটাররা জানবেন না কে তাঁর এমপি, এটি বাংলাদেশের জন্য অনুপযুক্ত: সালাহউদ্দিন

নীলফামারীতে 'আটক' কুমিল্লার দুই সাংবাদিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত