Ajker Patrika

ভালুকায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, ২ বোন নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ১১
ভালুকায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, ২ বোন নিহত

ময়মনসিংহের ভালুকায় মুরগিবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। আজ শনিবার ভোরে ভরাডোবা-ঘাটাইল সড়কের ভালুকা উপজেলার উথুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন উপজেলার হাতীবেড় গ্রামের ময়েজ উদ্দিনের স্ত্রী আছমা আকতার (৩৫) এবং একই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আকতার (২৬)। তাঁদের বাবার নাম আসাদ আলী। তাঁরা একটি কারখানায় শ্রমিকের চাকরি করতেন। 

স্থানীয় ও পুলিশ জানায়, ভোর পৌনে ৬টার দিকে উপজেলার হাতীবেড়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে কয়েকজন নারী শ্রমিক ভরাডোবা সীমা স্পিনিং মিলস লিমিটেড ও পেট্রিয়ট স্পিনিং মিলসে যাচ্ছিলেন। ভরাডোবা-ঘাটাইল সড়কের উথুরা এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষে হয়। এতে দুই বোন আছমা আকতার (৩৫) ও শিরিনা আকতার (২৬) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশাচালক জুলহাস উদ্দিন (৩২) এবং অজুফা খাতুন (২৮) ও মুর্শিদা খাতুন (২৬) নামের দুই নারী শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ভরাডোবা-ঘাটাইল সড়কে দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত