Ajker Patrika

হাইকোর্টের রায়ে নৌকার প্রার্থিতা ফিরে পেলেন আব্দুস সালাম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬: ২৮
হাইকোর্টের রায়ে নৌকার প্রার্থিতা ফিরে পেলেন আব্দুস সালাম

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। হাইকোর্টে কমিশনের সিদ্ধান্ত বাতিলের ফলে নৌকা প্রতীকে নির্বাচন করতে পারবেন আব্দুস সালাম।

আজ সোমবার দুপুরে বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট মতিউর রহমান ভূঁইয়া।

এর আগে গত ৯ ডিসেম্বর নৌকা মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিলে ঋণ খেলাপের অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন আসনটির সংসদ সদস্য ও নৌকা বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান।

পরে গত ১৪ ডিসেম্বর আপিল শুনানি শেষে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি) ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে হাইকোর্টে নৌকা মনোনীত প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে আজ সোমবার দুপুরে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন উপজেলা, পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত