Ajker Patrika

যাত্রীবাহী বাস–কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ২০ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
যাত্রীবাহী বাস–কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ২০ 

নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের বাসটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যান সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে উল্টে যায় এবং কাভার্ডভ্যানের সামনের অংশও দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যান চালকসহ ২০ জন বাসযাত্রী আহত হন। তবে বাসচালক পালিয়ে যায়।

বাস–কাভার্ডভ্যান সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে যায়।দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স, কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কাভার্ডভ্যান থেকে চালককে উদ্ধার করা হয়।নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার বলেন, ‘বাস–কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের টিম একসঙ্গে উদ্ধার কাজ সমাপ্ত করেছি। তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত