Ajker Patrika

ময়মনসিংহে বিএনপির ১৮০ নেতা-কর্মী কারামুক্ত 

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপির) ১৮০ জন নেতা-কর্মী। তারা ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলে তাদেরকে কারাগার থেকে মুক্ত করা হয়। 

পুলিশ জানিয়েছেন, গত দুইদিনে জেলার সদর উপজেলার ৬৭ জন, ভালুকার ১৮ জন, হালুয়াঘাট-ধোবাউড়ার ৬ জন, মুক্তাগাছা-ফুলবাড়িয়ার ২০ জন, নান্দাইলের ১০ জন, ফুলপুর-তারাকান্দার ২৫ জন, গৌরীপুর-ঈশ্বরগঞ্জের ১৭ জন, গফরগাঁও-পাগলার ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন।

এরমধ্যে গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন ওরফে লিটন আকন্দ রয়েছেন।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, মিথ্যা মামলা হামলায় গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জর্জরিত। বিনা কারণে আমাদের জেল খাটতে হয়েছে। আজকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে নতুন ভাবে সাজানোর সর্বাত্মক চেষ্টা করব।

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, গত দুইদিনে বিএনপির ১৮০ জন নেতা-কর্মীকে মুক্তি দিয়েছেন আদালত। তাদেরকে সসম্মানে কারাগার থেকে ছাড়া হয়েছে। কারামুক্তির কার্যক্রম চলমান থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত