Ajker Patrika

আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই দেশে অশান্তি সৃষ্টি হয়: মির্জা আব্বাস

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ১৮
আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই দেশে অশান্তি সৃষ্টি হয়: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপি যখনই কর্মসূচি ঘোষণা দেয়, তখনই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। পৃথিবীতে আওয়ামী লীগের মতো অশান্তি সৃষ্টিকারী দল আছে কি? এই দলটি যখনই ক্ষমতায় গেছে, যার নেতৃত্বে গেছে, তখনই দেশে অশান্তি সৃষ্টি হয়েছে।’

আজ শনিবার খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহ মহানগর বিএনপির পদযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেশের বাইরে বিএনপির কোনো প্রভু নাই। আমাদের বন্ধু আছে। দেশের বাইরে বন্ধু না থাকলে প্রয়োজনও নেই। দেশের সাধারণ মানুষ বিএনপির বন্ধু। বিএনপিকে পছন্দ করে বলেই তারা মিছিলে যায়। আন্দোলন করে। তারা গুলি খায়। শাহাদত বরণ করে।’ 

মির্জা আব্বাস আরও বলেন, ‘দেশে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। মানুষের কথা বলার অধিকার দিতে হবে। ভোটের অধিকার দিতে হবে। নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করছে। দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, মানুষের শান্তির জন্য বিএনপি আন্দোলন করছে।’ 

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েতউল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় নেতারা। 

আজ দুপুরে নগরীর টাউন হল মোড়ে সমাবেশ শেষে পদযাত্রা বের করে মহানগর বিএনপি। নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার দলীয় কার্যালয়ে গিয়ে পদযাত্রা শেষ হয়। এর আগে নগরীর বাউন্ডারি রোড, র‍্যালির মোড়, কাঁচিঝুলি, বিপিন পার্ক, পাটগোদাম, ধোপাখোলা মোড় ও নতুনবাজার দলীয় কার্যালয় থেকে পৃথক মিছিল সহকারে হাজারো নেতা-কর্মী পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন। বিএনপির কর্মসূচিকে ঘিরে পুলিশ নগরীতে নিরাপত্তা জোরদার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত