Ajker Patrika

ছটফট করছিল গলাকাটা যুবক, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ৪০
ছটফট করছিল গলাকাটা যুবক, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে ছটফট করছিলেন গলাকাটা অবস্থায় রিয়াজ মিয়া (৪৫) নামের এক যুবক। গভীর রাতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে কাওরাইত-জয়না বাজার সড়কের খন্নারপাড়া থেকে ওই যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। 

আহত রিয়াদ মিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমবাড়িয়াচালা গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। 

এ বিষয়ে ভালুকা থানার উপপরিদর্শক আব্দুল করিম বলেন, `রাতে ডিউটি করার সময় কাওরাইত-জয়না বাজার সড়কের খন্নারপাড়া থেকে এক যুবককে রাস্তার পাশে পড়ে ছটফট করতে দেখি। কাছে গিয়ে দেখি, গলাকাটা অবস্থায় ছটফট করছেন তিনি। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবক বেঁচে আছেন।'

কী কারণে ঘটনাটি ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, শ্রীপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে, তারাই বলতে পারবে। তবে তাৎক্ষণিক ঘটনার কারণ জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত