Ajker Patrika

অভিযানে পালাল চোরাকারবারিরা, মিলল গরু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু জব্দ করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু জব্দ করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় আটটি গরু জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

বিজিবি জানায়, গতকাল শনিবার গভীর রাতে চোরাকারবারিরা অভিনব পন্থায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আচকিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে কিছু গরু বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এমন খবর পেয়ে তেলিখালী বিওপির একটি দল অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়। বিজিবি সেখানে অভিযান চালিয়ে আটটি গরু জব্দ করে। এসব গরুর দাম ৫ লাখ ২০ হাজার টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে প্রস্তুত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত