Ajker Patrika

জেলে থেকেও নাশকতা মামলার আসামি যুবদল নেতা শফিকুল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৫: ০১
জেলে থেকেও নাশকতা মামলার আসামি যুবদল নেতা শফিকুল

পারিবারিক এক মামলায় ১৪ দিন কারাগারে ছিলেন নান্দাইলের যুবদল নেতা শফিকুল ইসলাম (৩৪)। কারাগারে থাকা অবস্থায় পুলিশের বাদী হয়ে নাশকতা মামলার আসামি করা হয় তাঁকে। এমন ঘটনায় হতবাক শফিকুল ও তাঁর পরিবার।

শফিকুল ইসলাম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

শফিকুলের পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল রামজীবপুর গ্রামের একটি পারিবারিক মামলায় গত ৮ নভেম্বর মাসহ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এ ঘটায় ১৪ দিন কারাগারে থেকে ২২ নভেম্বর জামিনে মাসহ শফিকুল মুক্তি পান।

এদিকে শফিকুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় গত ১৫ নভেম্বর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া ব্রিজে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরসহ জনমনে আতঙ্ক সৃষ্টির নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগে নান্দাইল থানার উপপরিদর্শক এসআই শফিউল্লাহ মির্জা বাদী হয়ে বিএনপির ৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেন। মামলায় শফিকুল ইসলামকে ১০ নম্বর আসামি করা হয়।

শফিকুল ইসলাম বলেন, ‘কারাগারে থেকেও মামলার আসামি হয়েছি, এটা ভেবে পাচ্ছি না। এভাবে যাচাই-বাছাই না করে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক নয়। এই মামলা থেকে আমি অব্যাহতি চাই।’

মামলার বাদী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ মির্জা বলেন, নাশকতার ওই ঘটনায় কয়েকজনকে ধরা হয়েছিল। তাঁরা যাদের নাম বলেছেন, তাঁদের আসামি করা হয়েছে। এভাবেই শফিকুলের নামও এজাহারভুক্ত হয়েছে। তবে তদন্তে জড়িত থাকার প্রমাণ না পেলে অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত