Ajker Patrika

যৌতুক না পেয়ে বিয়ের আসর ত্যাগ, থানায় অভিযোগের পর বিনা যৌতুকে বিয়ে

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯: ৩৭
Thumbnail image

নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে বিয়ের আসর থেকে চলে যান বর হাসেন মিয়া (২৫)। এতে কনের বাবা থানায় অভিযোগ করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নানা সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার মুখে পড়ে গতকাল শুক্রবার রাতে যৌতুক ছাড়াই বিয়ে করেছেন বর হাসেন মিয়া। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পাশের রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বরপক্ষ ৪০ জনকে নিয়ে এসেছিলেন। খাওয়াদাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়েছিল। এ সময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিয়ের আসর থেকে বরপক্ষ বরকে নিয়ে চলে যায়। 

এ ঘটনায় গতকাল দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে বর, বরের বাবাসহ এক আত্মীয় নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে জানতে চাইলে বরের মামা সবুজ মিয়া বলেন, ‘বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করেছি।’

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত