Ajker Patrika

তারাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৩: ৪৩
তারাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ব‍্যাটারিচালিত অটোরিকশাকে বাস ধাক্কা দেওয়ায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কাকনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন তারাকান্দা উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড়বাড়ী গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)। নিহতদের মধ্যে হারুন অটোরিকশার চালক। আহত ব্যক্তি হলেন বাসেরচালক। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী। তিনি জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস কাকনী বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ব‍্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর বাসটি স্থানীয় একটি দোকানে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালকসহ দুজন নিহত হন। 

ওসি ওয়াজেদ আলী আরও জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘শুনেছি বাসচালক আহত হয়েছেন। তবে তাঁর সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত