বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সিএনজিচালকের বিরুদ্ধে। আজ শনিবার বিশ্ববিদ্যালয় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আবাসিক এলাকার সড়কে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী বলেন, ‘আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারে আমার ক্লাস ছিল। বেলা সাড়ে ১২টার দিকে বিনা আবাসিক এলাকার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক সিএনজিচালক পেছন থেকে অশালীনভাবে আমার শরীরে হাত দেয়। এর প্রায় দু-হাত সামনেই আমার দুজন বান্ধবী ছিল।
আমরা তখন ভয়ে সাহায্যের জন্য চিৎকার করে দৌড়াতে শুরু করি। কিছুক্ষণ পর পেছনে ফিরে ওই ব্যক্তিকে সিএনজি নিয়ে চলে যেতে দেখি। আমি মানসিকভাবে ভেঙে পড়লে হলে নিয়ে আসে আমার বান্ধবীরা। পরে অন্যরা জেনে সিএনজিকে ট্র্যাক করার জন্য প্রক্টর অফিসে যোগাযোগ করে।’
তিনি আরও বলেন, ‘চালকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হতে পারে। গায়ে জোব্বা ও মাথায় টুপি পরা ছিল।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে প্রায়ই এ রকম ঘটনা ঘটছে। আজকের ঘটনা সবার সামনে এসেছে কিন্তু এমন ঘটনা আরও আছে যেগুলো ভয় বা লজ্জায় গোপন রয়েছে। ওই রাস্তাটি অন্য জায়গায় চেয়ে একটু ফাঁকা। আবার ওইদিক দিয়েই ক্লাসে যেতে হয়। কিন্তু ওই রাস্তায় কোনো নিরাপত্তা কর্মী নেই। বিশ্ববিদ্যালয়ের এ রকম সুনসান রাস্তায় প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী নিয়োগ জরুরি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে সিএনজিটির নম্বর সংগ্রহ করেছি। সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগেও জানিয়ে দেওয়া হয়েছে। এখন সিএনজিটি ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর সংকট রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী সংখ্যা বাড়ানো জরুরি।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সিএনজিচালকের বিরুদ্ধে। আজ শনিবার বিশ্ববিদ্যালয় পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আবাসিক এলাকার সড়কে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী বলেন, ‘আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল পশু পুষ্টি মাঠ গবেষণাগারে আমার ক্লাস ছিল। বেলা সাড়ে ১২টার দিকে বিনা আবাসিক এলাকার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক সিএনজিচালক পেছন থেকে অশালীনভাবে আমার শরীরে হাত দেয়। এর প্রায় দু-হাত সামনেই আমার দুজন বান্ধবী ছিল।
আমরা তখন ভয়ে সাহায্যের জন্য চিৎকার করে দৌড়াতে শুরু করি। কিছুক্ষণ পর পেছনে ফিরে ওই ব্যক্তিকে সিএনজি নিয়ে চলে যেতে দেখি। আমি মানসিকভাবে ভেঙে পড়লে হলে নিয়ে আসে আমার বান্ধবীরা। পরে অন্যরা জেনে সিএনজিকে ট্র্যাক করার জন্য প্রক্টর অফিসে যোগাযোগ করে।’
তিনি আরও বলেন, ‘চালকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হতে পারে। গায়ে জোব্বা ও মাথায় টুপি পরা ছিল।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে প্রায়ই এ রকম ঘটনা ঘটছে। আজকের ঘটনা সবার সামনে এসেছে কিন্তু এমন ঘটনা আরও আছে যেগুলো ভয় বা লজ্জায় গোপন রয়েছে। ওই রাস্তাটি অন্য জায়গায় চেয়ে একটু ফাঁকা। আবার ওইদিক দিয়েই ক্লাসে যেতে হয়। কিন্তু ওই রাস্তায় কোনো নিরাপত্তা কর্মী নেই। বিশ্ববিদ্যালয়ের এ রকম সুনসান রাস্তায় প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী নিয়োগ জরুরি। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে সিএনজিটির নম্বর সংগ্রহ করেছি। সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগেও জানিয়ে দেওয়া হয়েছে। এখন সিএনজিটি ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর সংকট রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী সংখ্যা বাড়ানো জরুরি।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগে