Ajker Patrika

ইজিবাইক চার্জ থেকে খুলতে গিয়ে চালকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ইজিবাইক চার্জ থেকে খুলতে গিয়ে চালকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. রুবেল মিয়া (২৫) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাটি পাঁচানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া ওই গ্রামের মৃত নবী হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. রুবেল মিয়া মঙ্গলবার সন্ধ্যায় তাড়াহুড়ো করে ইজিবাইক চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতায় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

নিহত রুবেল মিয়ার মা পারভীন আক্তার বলেন, ‘স্বামী মারা গেছে অনেক দিন হয়। রুবেল আমার একমাত্র ছেলে। ওকে নিয়েই বেঁচে ছিলাম। ছেলেটাও মারা গেল, এহন আমি কি নিয়ে থাকব।’

প্রতিবেশী হৃদয় হাসান বলেন, ‘ছেলেটি অত্যন্ত সহজ সরল, সংসারের হাল ধরতেই অটো চালানো শুরু করেছিল। তার মৃত্যুতে পরিবারটা অসহায় হয়ে পড়ল।’

নান্দাইল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটি অটো চালাতো। অটো চার্জের সময় শুনেছি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত