প্রতিনিধি, ময়মনসিংহ
একটি দেশ হঠাৎ করেই উন্নতি লাভ করে না, উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও তাঁর বাস্তবায়ন। আমাদের গন্তব্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ তৈরি করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাঁর পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হলেই ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত দেশের নাগরিক হব বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
গতকাল রোববার সন্ধ্যায় টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে স্টেজ ফর ইয়ুথের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, ১৯৭৫ এর আগস্টে জাতির পিতাকে হত্যার পর যুব সমাজের কোন অভিভাবক ছিল না। যুব শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করার কোন প্রচেষ্টা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যুবসমাজের মাঝে আজ গতি সঞ্চার হয়েছে। তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা, সহজ শর্তে ঋণ প্রদান এবং ডিজিটাল প্রযুক্তি প্রসারের মাধ্যমে তরুণেরা আত্মকর্মসংস্থান খুঁজে নিতে পারছেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসাইন। এ সময় ময়মনসিংহ স্টেজ ফর ইয়ুথের আহ্বায়ক সাফরান আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল হাসান, মুদ্রণ ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক আলী ইউসুফ, ক্লিন আপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং স্বেচ্ছাসেবক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন এবং সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি এবং যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান প্রমুখ।
একটি দেশ হঠাৎ করেই উন্নতি লাভ করে না, উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও তাঁর বাস্তবায়ন। আমাদের গন্তব্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ তৈরি করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাঁর পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হলেই ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত দেশের নাগরিক হব বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
গতকাল রোববার সন্ধ্যায় টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে স্টেজ ফর ইয়ুথের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, ১৯৭৫ এর আগস্টে জাতির পিতাকে হত্যার পর যুব সমাজের কোন অভিভাবক ছিল না। যুব শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করার কোন প্রচেষ্টা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যুবসমাজের মাঝে আজ গতি সঞ্চার হয়েছে। তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা, সহজ শর্তে ঋণ প্রদান এবং ডিজিটাল প্রযুক্তি প্রসারের মাধ্যমে তরুণেরা আত্মকর্মসংস্থান খুঁজে নিতে পারছেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসাইন। এ সময় ময়মনসিংহ স্টেজ ফর ইয়ুথের আহ্বায়ক সাফরান আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল হাসান, মুদ্রণ ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক আলী ইউসুফ, ক্লিন আপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং স্বেচ্ছাসেবক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন এবং সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি এবং যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান প্রমুখ।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৪ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে