Ajker Patrika

ময়মনসিংহে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

ময়মনসিংহের ভালুকায় স্বামী মাহফুজুর রহমান সাগর (২২) এবং স্ত্রী রেহেনা আক্তার নুপুরের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্যানে তাঁদের মরদেহ ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। পুলিশের ধারণা, তাঁরা আত্মহত্যা করেছেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় একই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে স্বামী মাফিজুর রহমান সাগর এবং স্ত্রী রেহেনা আক্তার নুপুর আত্মহত্যা করেছেন। নিহত মাফিজুর রহমান সাগর দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে। রেহেনা আক্তার নুপুর নেত্রকোনা মদনের দুখু মিয়ার মেয়ে। তাঁরা দুজনই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তাঁরা আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে একই সময় উপজেলার কাশর এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে সোনালী আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনিও স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত