Ajker Patrika

নান্দাইল মডেল মসজিদের পেশ ইমাম নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইল মডেল মসজিদের পেশ ইমাম নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইল মডেল মসজিদে পেশ ইমামসহ চারজন জনবল নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন ওই মসজিদের বর্তমান খতিব ও ইমাম মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া।

তবে নিয়োগ কমিটির সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, নিয়ম মেনেই সব কিছু হচ্ছে।

জানা গেছে, গত ১২ জানুয়ারি জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি মোতাবেক পেশ ইমাম পদে ৪১ জন, মুয়াজ্জিন ও খাদেম পদে ৪০ জনসহ ৮১ জনের আবেদন পড়ে। আবেদন যাচাই-বাছাই শেষে গত ২০ ফেব্রুয়ারি লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ কমিটি।

পরীক্ষার ১১ দিন পরও ফল প্রকাশ না করায় এ নিয়ে আজ শুক্রবার জুমার নামাজ শেষে নান্দাইল মডেল মসজিদের খতিব মাওলানা হামিদুজ্জামান ভূঁইয়া মুসল্লিদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নিয়োগ কমিটির সভাপতি নান্দাইলের গুরুত্বপূর্ণ আলেম-উলামা বাদ দিয়ে তাঁর পছন্দের লোকজনকে নিয়ে প্যানেল করে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।

অবিলম্বে এ নিয়োগ পরীক্ষা বাতিল করে পেশ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে স্থানীয় যোগ্য লোক নিয়োগের দাবি জানান মাওলানা হামিদুজ্জামান। অন্যথায় নিয়োগ কমিটির বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডা. আসাদ উল্লাহ, হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল হাই, মসজিদের মুয়াজ্জিন নাজিম উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিরা। 

এ বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি দীর্ঘদিন মসজিদে ছিলেন, তাই হয়তো ক্ষোভ থাকতে পারে। রেজাল্ট শিটে সব প্রার্থীর স্বাক্ষর আছে। এখানে ধূম্রজাল সৃষ্টির কোনো অবকাশ নেই। এ বিষয়ে জেলা প্রশাসকও অবগত আছেন। প্রার্থীদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট পেলেই আমরা নিয়োগপত্র দিয়ে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত