Ajker Patrika

আওয়ামী লীগের মনোনীত আব্দুস সালামের প্রার্থিতা আপিলেও বহাল 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আওয়ামী লীগের মনোনীত আব্দুস সালামের প্রার্থিতা আপিলেও বহাল 

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের আওয়ামী লীগের মনোনীত মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের প্রার্থিতা হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আসনটির স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ বুধবার ‘নো অর্ডার’ দিয়েছেন। 

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আব্দুস সালামের আইনজীবী প্রবীর নিয়োগী। তিনি আরও জানান, নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের মনোনয়ন গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন চেম্বার আদালত। 

এদিকে আজ সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী নৌকার মনোনীত প্রার্থী আব্দুস সালামকে নৌকা প্রতীক বরাদ্দ দেন। 

গত ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে গত ৯ ডিসেম্বর নৌকা বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। পরে ১৪ ডিসেম্বর আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা প্রার্থিতা বাতিল করেন। 

ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন আবদুস সালাম। শুনানি নিয়ে ১৮ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে আবদুস সালামের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আনোয়ারুল আবেদীন খান। এর ওপর আজ চেম্বার আদালতে শুনানি হয়। আদালতে আনোয়ারুল আবেদীন খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আবদুস সালামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত