Ajker Patrika

৭৮ বছর বয়সে ৪০ বছরের বিধবাকে বিয়ে করলেন বীর মুক্তিযোদ্ধা 

৭৮ বছর বয়সে ৪০ বছরের বিধবাকে বিয়ে করলেন বীর মুক্তিযোদ্ধা 

১৯৭১ সালে সাহসী যুবক নুরুল হক ফকির ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। ছিনিয়ে আনেন দেশের স্বাধীনতা। এরপরে আর বিয়ে করার ইচ্ছা জাগেনি তাঁর। এভাবেই কেটে গেছে ৭৮ বছর। তবে জীবনের গোধূলি লগ্নে এসে বিয়ে করলেন ৪০ বছরের এক বিধবা নারীকে। 

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকিরের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ২টার দিকে তিনি বিধবা মিনা আক্তারকে (৪০) বিয়ে করেছেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। মিনা আক্তার পাশের কেন্দুয়া উপজেলার সোহাপুর গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী। 

নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির ও বিধবা মিনা আক্তারের (৪০) বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: আজকের পত্রিকা জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির সাত ভাইদের মধ্যে চতুর্থ। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে অংশ নেন। মুক্তিযুদ্ধের পরে ভাইয়েরা বিয়ে করানোর চেষ্টা করলেও বিয়ে করতে রাজী হয়নি। এভাবে ৭৮ বছর কেটে যায়। পরে সম্প্রতি নিজেই বিয়ের কথা বলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির। ফলে দেখাশোনার পর দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দেড় লাখ টাকা কাবিনে বিয়ে করেন তিনি। 

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির জানান, ‘বয়সে বেড়েছে। এখন চলতে পারি না। আমাকে দেখাশোনা করার জন্য একজন সঙ্গী প্রয়োজন। তাই নিজের ইচ্ছাতেই বিয়ে করতে রাজী হয়েছি।’

বিয়ের সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা শামছুজ্জামান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আলী হোসেনসহ দুই পরিবারের লোকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত