Ajker Patrika

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৬: ৫৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু 

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পুখুরিয়ায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কলেজছাত্র উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে এবং আলতাফ হোসেন গোলন্দাজ মহাবিদ্যালয়ের এবারের এইচএসসি পরীক্ষার্থী।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ হাসান কলেজ থেকে বাড়ি ফেরার পথে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পুখুরিয়ায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জাহিদ হাসান মারা যান।

নিহতের চাচাতো বোন ইয়াছমিন আক্তার বলেন, ‘আমরা একই কলেজে পড়ি। এইচএসসির টেস্ট পরীক্ষা দিয়ে জাহিদ কলেজ থেকে দুপুরের দিকে বের হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত