ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খোঁজখবর নেওয়া হলো ময়মনসিংহের ত্রিশালের গুজিয়াম টানপাড়া গ্রামে বসবাস করা সোহেল-রওশন দম্পতির। আজ বুধবার দুপুরে মোবাইলের মাধ্যমে এই দম্পতির খোঁজ খবর নেওয়া। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পেয়ে আজ বিকেল সাড়ে ৩টার দিকে তাঁদের বাড়িতে ছুটে আসেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান।
এ সময় তিনি এই অসহায় দম্পতির জন্য ভালোবাসার উপহার স্বরূপ মিষ্টি, চকলেট ও ফুলের শুভেচ্ছা জানান ইউএনও। এরপর সোহেল ও রওশন, রওশনের মা ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া স্থানীয় লোকজনের কাছ থেকেও এই দম্পতির সুবিধা অসুবিধার কথা শোনেন ইউএনও। আশ্বাস দেন তাঁদের দেওয়া হবে থাকার ঘর, জীবিকা নির্বাহের জন্য দোকান ও অন্যান্য সুযোগ-সুবিধা।
সোহেল-রওশন দম্পতি জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাঁদের কাছে ফোন আসে। জেলা প্রশাসকও ফোন দিয়ে কথা বলেন তাঁদের সঙ্গে।
এই দম্পতি আরও বলেন, ‘ইউএনও নিজে আমাদের বাড়িতে এসেছেন। আমরা খুবই খুশি। আমাদের ১৪ বছরের যাপিত জীবনে যত কষ্ট ছিল তা আজ আর অনুভব করছি না। আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের মতো অসহায় মানুষের পাশে উনি দাঁড়াচ্ছেন। তিনি যদি আমাদের থাকার ঘর, মেয়ের লেখাপড়া ও জীবিকার ব্যবস্থা করে দেন সারা জীবন ওনার কথা মনে রাখব আমরা।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সোহেল-রওশনের ভালোবাসার গল্প সারা দেশেই মানুষের মুখেমুখে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁদের জন্য উপহার পাঠিয়েছেন। আমার পক্ষ থেকে তাঁদের জন্য যতটুকু করতে পারি করব।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় ও ডিসি মহোদয়ের নির্দেশক্রমে আমি সোহেল-রওশন দম্পতির সুবিধা অসুবিধার কথা জানতে এসেছি। তাঁদের সমস্যাগুলো চিহ্নিত করে রিপোর্ট পাঠাব। পরবর্তীতে নির্দেশনা মতো কাজ করব।’
উল্লেখ্য, দশ টাকায় পাওয়া নম্বর থেকে যে ভালোবাসার শুরু, তা আজ ১৪ বছর পেরিয়েছে। প্রতিদিনের কথোপকথনে ঘটে প্রেম-ভালোবাসার সম্পর্ক। মেয়েটি প্রাথমিক পর্যায়েই তাঁর প্রেমিককে জানিয়েছিল, সে শারীরিক প্রতিবন্ধী। কিন্তু ভালোবাসার মায়ার বাঁধনে জড়িয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করা রাজশাহীর গোদাগাড়ীর সোহেল মিয়া ২০০৭ সালে পরিবারের অমতে বিয়ে করেন তাঁকে। কিন্তু জন্মসূত্রেই দুই পা বিকলাঙ্গ রওশন আরাকে মেনে নেয়নি তাঁর পরিবার। পরে রওশনকে নিয়ে ময়মনসিংহে বসবাস শুরু করেন সোহেল। এভাবে তাঁদের সংসার চলতে থাকে। পিঠে চড়ে সংসারের কাজ, এখানে সেখানে যাওয়া, ঘুরে বেড়ানো আর স্ত্রীর সকল দায়িত্ব পালন করে চলেছেন সোহেল। এ যেন ভালোবাসার এক অনন্য নিদর্শন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খোঁজখবর নেওয়া হলো ময়মনসিংহের ত্রিশালের গুজিয়াম টানপাড়া গ্রামে বসবাস করা সোহেল-রওশন দম্পতির। আজ বুধবার দুপুরে মোবাইলের মাধ্যমে এই দম্পতির খোঁজ খবর নেওয়া। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পেয়ে আজ বিকেল সাড়ে ৩টার দিকে তাঁদের বাড়িতে ছুটে আসেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান।
এ সময় তিনি এই অসহায় দম্পতির জন্য ভালোবাসার উপহার স্বরূপ মিষ্টি, চকলেট ও ফুলের শুভেচ্ছা জানান ইউএনও। এরপর সোহেল ও রওশন, রওশনের মা ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া স্থানীয় লোকজনের কাছ থেকেও এই দম্পতির সুবিধা অসুবিধার কথা শোনেন ইউএনও। আশ্বাস দেন তাঁদের দেওয়া হবে থাকার ঘর, জীবিকা নির্বাহের জন্য দোকান ও অন্যান্য সুযোগ-সুবিধা।
সোহেল-রওশন দম্পতি জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাঁদের কাছে ফোন আসে। জেলা প্রশাসকও ফোন দিয়ে কথা বলেন তাঁদের সঙ্গে।
এই দম্পতি আরও বলেন, ‘ইউএনও নিজে আমাদের বাড়িতে এসেছেন। আমরা খুবই খুশি। আমাদের ১৪ বছরের যাপিত জীবনে যত কষ্ট ছিল তা আজ আর অনুভব করছি না। আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের মতো অসহায় মানুষের পাশে উনি দাঁড়াচ্ছেন। তিনি যদি আমাদের থাকার ঘর, মেয়ের লেখাপড়া ও জীবিকার ব্যবস্থা করে দেন সারা জীবন ওনার কথা মনে রাখব আমরা।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সোহেল-রওশনের ভালোবাসার গল্প সারা দেশেই মানুষের মুখেমুখে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁদের জন্য উপহার পাঠিয়েছেন। আমার পক্ষ থেকে তাঁদের জন্য যতটুকু করতে পারি করব।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় ও ডিসি মহোদয়ের নির্দেশক্রমে আমি সোহেল-রওশন দম্পতির সুবিধা অসুবিধার কথা জানতে এসেছি। তাঁদের সমস্যাগুলো চিহ্নিত করে রিপোর্ট পাঠাব। পরবর্তীতে নির্দেশনা মতো কাজ করব।’
উল্লেখ্য, দশ টাকায় পাওয়া নম্বর থেকে যে ভালোবাসার শুরু, তা আজ ১৪ বছর পেরিয়েছে। প্রতিদিনের কথোপকথনে ঘটে প্রেম-ভালোবাসার সম্পর্ক। মেয়েটি প্রাথমিক পর্যায়েই তাঁর প্রেমিককে জানিয়েছিল, সে শারীরিক প্রতিবন্ধী। কিন্তু ভালোবাসার মায়ার বাঁধনে জড়িয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করা রাজশাহীর গোদাগাড়ীর সোহেল মিয়া ২০০৭ সালে পরিবারের অমতে বিয়ে করেন তাঁকে। কিন্তু জন্মসূত্রেই দুই পা বিকলাঙ্গ রওশন আরাকে মেনে নেয়নি তাঁর পরিবার। পরে রওশনকে নিয়ে ময়মনসিংহে বসবাস শুরু করেন সোহেল। এভাবে তাঁদের সংসার চলতে থাকে। পিঠে চড়ে সংসারের কাজ, এখানে সেখানে যাওয়া, ঘুরে বেড়ানো আর স্ত্রীর সকল দায়িত্ব পালন করে চলেছেন সোহেল। এ যেন ভালোবাসার এক অনন্য নিদর্শন।
পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেহাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
২৬ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
৩৩ মিনিট আগে