Ajker Patrika

পরীক্ষা শেষে বাড়ি ফিরতে গিয়ে বাসচাপায় শিশু নিহত 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
পরীক্ষা শেষে বাড়ি ফিরতে গিয়ে বাসচাপায় শিশু নিহত 

ময়মনসিংহের নান্দাইলে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. আরাফ (৬)। সে নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঝালুয়া গ্রামের আল আমিনের ছেলে। নান্দাইলে আমিন ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলে প্লে শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয়রা ও হাইওয়ে থানা-পুলিশ বলছে, নিহত শিশু আরাফ নান্দাইল মডেল মসজিদ সংলগ্ন আমিন ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুলে প্লে শ্রেণিতে পড়াশোনা করত। সোমবার সকালে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী রুহান পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। খবর পেয়ে নান্দাইল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটি রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় নিহত হয়। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। বাসটিকে ত্রিশাল থানায় নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত