Ajker Patrika

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

জামালপুর ও বকশীগঞ্জ প্রতিনিধি
বকশীগঞ্জ অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা
বকশীগঞ্জ অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে প্রত্যেক ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সুকুমার সাহা।

অভিযানে উপজেলার চারটি ইটভাটায় মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্য ও বকশীগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিল।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা বলেন, নানা অনিয়মের দায়ে ৪টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত