Ajker Patrika

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৩ জনের মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৪
ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় আক্রান্তে একজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুজন ও শেরপুরের একজন রয়েছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৮ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মোনহর (৬৫)। এ ছাড়া ময়মনসিংহ সদরের বিবেকানন্দ (৮১) এবং শেরপুর সদরের নুরজাহান (৪০) করোনার উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১১০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৩৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত