Ajker Patrika

দেওয়ানগঞ্জে ভোটের আগের রাতে নির্বাচন স্থগিত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দেওয়ানগঞ্জে ভোটের আগের রাতে নির্বাচন স্থগিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামীকাল সোমবার ষষ্ঠ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেলাল হোসেন।

আজ রোববার রাতে পাররামরামপুর ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে রোববার এক আদেশ জারি করেছেন হাইকোর্ট। এ জন্য সোমবারের পাররামরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন জানান, পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। আজ (রোববার) উক্ত নির্বাচন স্থগিত করে হাইকোর্ট একটি আদেশ জারি করেন। হাইকোর্টের আদেশ অনুসরণ করে পাররামরামপুর ইউপি নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশে পাররামরামপুর ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পেলে ওই ইউপিতে নির্বাচনের আয়োজন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত