Ajker Patrika

চোলাই মদ খেয়ে মাতলামি, যুবলীগের নেতাসহ ৫ জন কারাগারে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
চোলাই মদ খেয়ে মাতলামি, যুবলীগের নেতাসহ ৫ জন কারাগারে

চোলাই মদ খেয়ে মাতলামির অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীতে যুবলীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

এর আগে শনিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা নন্নী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান (৩২), ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বনকুড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৩৫), ডেকড়াপাড়া এলাকার আলম মিয়া (৪০), বাইগড়পাড়া এলাকার সফিকুল ইসলাম (৩৯) ও ডেকড়াপাড়া এলাকার রায়হান মিয়া (৪০)। 

পুলিশ জানায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত