নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সৌদি আরবে ভবনের দেয়াল ধসে আবুল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদি আরবের তায়েফ শহরের কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তায়েফ শহরের নির্মাণাধীন একটি ভবনের বৈদ্যুতিক কাজ করার সময় দেয়ালের একটি অংশ ধসে চাপায় পড়ে গুরুতর আহত হন তিনি।
মৃত আবুল হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের দক্ষিণপাড়া মহল্লার কেরামত আলীর ছেলে।
আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শিফা আক্তার ও সৌদিপ্রবাসী মৃতের ভাতিজা মো. জাহাঙ্গীর আলম।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হোসেন ৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানের তায়েফ শহরে বৈদ্যুতিক সংস্থাপনের কাজ করতেন। এক বছর আগে দেশে এসে আবারও সৌদি আরবে ফিরে যান। বৃহস্পতিবার দুর্ঘটনায় গুরুতর আহত হন। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর আলম মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল ছেলেটি এক দুর্ঘটনায় মারা গেছে বলে আমি শুনেছি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিয়েছি।’
মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল খায়ের বাবুল বলেন, ‘দুর্ঘটনায় নিহত যুবক আমার প্রতিবেশী। গত বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে মৃত্যু হয়েছে। তার পরিবার মরদেহ দেশে আনার চেষ্টা করছে বলে শুনেছি।’
সৌদি আরবে ভবনের দেয়াল ধসে আবুল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদি আরবের তায়েফ শহরের কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তায়েফ শহরের নির্মাণাধীন একটি ভবনের বৈদ্যুতিক কাজ করার সময় দেয়ালের একটি অংশ ধসে চাপায় পড়ে গুরুতর আহত হন তিনি।
মৃত আবুল হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের দক্ষিণপাড়া মহল্লার কেরামত আলীর ছেলে।
আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শিফা আক্তার ও সৌদিপ্রবাসী মৃতের ভাতিজা মো. জাহাঙ্গীর আলম।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হোসেন ৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানের তায়েফ শহরে বৈদ্যুতিক সংস্থাপনের কাজ করতেন। এক বছর আগে দেশে এসে আবারও সৌদি আরবে ফিরে যান। বৃহস্পতিবার দুর্ঘটনায় গুরুতর আহত হন। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর আলম মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল ছেলেটি এক দুর্ঘটনায় মারা গেছে বলে আমি শুনেছি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিয়েছি।’
মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল খায়ের বাবুল বলেন, ‘দুর্ঘটনায় নিহত যুবক আমার প্রতিবেশী। গত বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে মৃত্যু হয়েছে। তার পরিবার মরদেহ দেশে আনার চেষ্টা করছে বলে শুনেছি।’
সংবাদ প্রকাশের জেরে শরীয়তপুরে সোহাগ খান সুজন নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এ সময় তাঁকে রক্ষায় এগিয়ে আসা আরও তিন সাংবাদিক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেপঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রিকশাচালক হত্যা এবং তাঁর লাশ গুমের অভিযোগে করা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলামকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেসরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এই অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা ও ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে