ঢাবি প্রতিনিধি
ধর্ম অবমাননার অভিযোগে কারাগারে যাওয়া মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের শিকার। হৃদয় চন্দ্র মণ্ডলকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ এনে কারাগারে নেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে এ মন্তব্য করেন বক্তারা। একই সঙ্গে হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বক্তারা।
উদীচী শিল্পী গোষ্ঠীর সহসভাপতি এ এন রাশেদার সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক বদিউর রহমান, নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকী, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক অভিজিত রায়, সাংস্কৃতিককর্মী সঙ্গীতা ইমাম, অমিত রঞ্জন দে, উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আরিফ নূর, প্রগতি লেখক সংঘের সংগঠক গোলাম কিবরিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায় প্রমুখ।
সভাপতির বক্তব্যে এ এন রাশেদা বলেন, হৃদয় মন্ডল তার ক্লাসে সত্য সুন্দরের কথা বলেছেন। কিন্তু তাঁকে সাম্প্রদায়িক চক্রান্তে জেলে পাঠানো হয়েছে। এই চক্রান্তের বিরুদ্ধে জাগরণ চাই, বিবেকের জাগরণ চাই। বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার মাধ্যমে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে মৌলবাদী শক্তির প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রবীণ এ সাংস্কৃতিক কর্মী।
‘মানব না এই বন্ধনে, মানব না এই শৃঙ্খলে/মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার খর্ব করে যারা ঘৃণ্য কৌশলে’ ও ‘অধিকার কেড়ে নিতে হয়/অধিকার লড়ে নিতে হয়’ গণসংগীতের মাধ্যমে শুরু হয় এই প্রতিবাদী আয়োজন। আবৃত্তি করেন শিখা সেন গুপ্ত।
অধ্যাপক বদিউর রহমান বলেন, যে দেশ উদ্ভট উটের পিঠে চলছে সে দেশ আমরা চাই না। এদেশ সাম্প্রদায়িকতার কবল থেকে মুক্ত হয়ে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে জন্ম হয়েছে। যারা এ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায় তাঁদের মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই।
সঙ্গীতা ইমাম বলেন, আমাদের সোনার বাংলা আর নেই। এদেশকে আবার পাকিস্তান বানাতে মরিয়া একদল জনগোষ্ঠী। তাঁদের রুখে দিতে হবে। এদেশে যারা যুদ্ধপরাধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে তাঁরাই মূলত সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিয়েছ। যারা মৌলবাদের কথা বলে তারা জেলে যায় না। কিন্তু যারা মৌলবাদের বিরুদ্ধে মুক্তচিন্তার কথা বলে তাঁরা কেন জেলে যাবে? প্রশ্ন তুলেন সঙ্গীতা ইমাম।
ধর্ম অবমাননার অভিযোগে কারাগারে যাওয়া মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের শিকার। হৃদয় চন্দ্র মণ্ডলকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ এনে কারাগারে নেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে এ মন্তব্য করেন বক্তারা। একই সঙ্গে হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বক্তারা।
উদীচী শিল্পী গোষ্ঠীর সহসভাপতি এ এন রাশেদার সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক বদিউর রহমান, নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকী, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক অভিজিত রায়, সাংস্কৃতিককর্মী সঙ্গীতা ইমাম, অমিত রঞ্জন দে, উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আরিফ নূর, প্রগতি লেখক সংঘের সংগঠক গোলাম কিবরিয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায় প্রমুখ।
সভাপতির বক্তব্যে এ এন রাশেদা বলেন, হৃদয় মন্ডল তার ক্লাসে সত্য সুন্দরের কথা বলেছেন। কিন্তু তাঁকে সাম্প্রদায়িক চক্রান্তে জেলে পাঠানো হয়েছে। এই চক্রান্তের বিরুদ্ধে জাগরণ চাই, বিবেকের জাগরণ চাই। বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার মাধ্যমে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে মৌলবাদী শক্তির প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান প্রবীণ এ সাংস্কৃতিক কর্মী।
‘মানব না এই বন্ধনে, মানব না এই শৃঙ্খলে/মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার খর্ব করে যারা ঘৃণ্য কৌশলে’ ও ‘অধিকার কেড়ে নিতে হয়/অধিকার লড়ে নিতে হয়’ গণসংগীতের মাধ্যমে শুরু হয় এই প্রতিবাদী আয়োজন। আবৃত্তি করেন শিখা সেন গুপ্ত।
অধ্যাপক বদিউর রহমান বলেন, যে দেশ উদ্ভট উটের পিঠে চলছে সে দেশ আমরা চাই না। এদেশ সাম্প্রদায়িকতার কবল থেকে মুক্ত হয়ে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে জন্ম হয়েছে। যারা এ দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায় তাঁদের মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই।
সঙ্গীতা ইমাম বলেন, আমাদের সোনার বাংলা আর নেই। এদেশকে আবার পাকিস্তান বানাতে মরিয়া একদল জনগোষ্ঠী। তাঁদের রুখে দিতে হবে। এদেশে যারা যুদ্ধপরাধীদের রাজনীতি করার সুযোগ দিয়েছে তাঁরাই মূলত সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিয়েছ। যারা মৌলবাদের কথা বলে তারা জেলে যায় না। কিন্তু যারা মৌলবাদের বিরুদ্ধে মুক্তচিন্তার কথা বলে তাঁরা কেন জেলে যাবে? প্রশ্ন তুলেন সঙ্গীতা ইমাম।
রাজধানীর রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে কর্মরত।
৩ মিনিট আগেবগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
১ ঘণ্টা আগে