গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের দেবীপুর ও চক কল্যাণপুর গ্রামের মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রিজটি নির্মাণ করা হয়েছিল প্রায় ২৫ বছর আগে। ব্রিজটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিচের কাঠামো এখনো কোনোভাবে টিকে থাকলেও দুপাশে নেই রেলিং। কে বা কারা রডগুলো কেটে নিয়ে গেছে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না।
স্থানীয়দের দাবি, ব্রিজটি দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়ত অটো, ভ্যান, মাইক্রোবাস, নছিমনসহ ছোটখাটো যানবাহন চলাচল করে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্রিজটির দুপাশে রেলিং ও রড নেই। শুধু মূল কাঠামো দাঁড়িয়ে আছে। ফলে ব্রিজটিতে তৈরি হয়েছে ভীতিকর পরিস্থিতি।
চক কল্যাণপুর গ্রামের বাসিন্দা খলিল আহমেদ বলেন, ‘আমাদের চক কল্যাণপুর ও দেবীপুর গ্রামে যাতায়াতের জন্য মানুষ খুব দুর্ভোগের মধ্যে ছিল। আজ থেকে প্রায় ২৫ বছর আগে এই ব্রিজ নির্মাণ করে দুটি গ্রামের সংযোগ আরও সুন্দর হয়। বর্তমানে ব্রিজটির দুই দিকের রেলিং না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ভয় কাজ করে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে। তারা এই ভাঙা ব্রিজ দিয়ে স্কুলে যায়। আতঙ্কে থাকি, কখন কোনো দুর্ঘটনার খবর আসবে কিনা।’
স্থানীয় বাসিন্দা আব্দুল বারী বলেন, ‘এই ব্রিজের দুই দিকের রেলিং না থাকার কারণে চলতে গিয়ে পড়ে যাওয়ার ভয় হয়। এর আগে একটি শিশু এখান থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছে। আরেকজনের বুকের হাড় ভেঙেছে। তাই ব্রিজটি দ্রুত নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
পথচারী মোহাম্মদ শাহিন আলম বলেন, ‘আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় একটু ভয়ে থাকি। এদিক-ওদিক হলেই ব্রিজ থেকে নিচে পড়ে যাব। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত ব্রিজটি নির্মাণ করে দেওয়ার জন্য।’
বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. নবীছদ্দিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দেখছি ব্রিজটির দুই দিকের রেলিং নেই। এতে মানুষ একপ্রকার আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করে। দিনের চেয়ে রাতে বেশি ভয় হয়। এই ব্রিজ থেকে মানুষ যানবাহন নিয়ে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। এত দিন কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়েনি কেন, সেটাই জানি না। তবে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে কর্তৃপক্ষের অতি দ্রুত এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া উচিত। ব্রিজটি আনুমানিক প্রায় ২৫ বছর আগে নির্মাণ করা হয়েছে।’
বামন্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘ব্রিজটি এমন অবস্থায় রয়েছে, যা দেখে সত্যি কষ্ট লাগে। দুই দিকে নেই রেলিং, কে বা কারা কেটে নিয়ে গেছে রড। মানুষ যানবাহন নিয়ে অত্যন্ত ঝুঁকিতে চলাচল করে। তাই অতি দ্রুত কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া উচিত, তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
গাংনী উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে ব্রিজটি সম্পর্কে শুনেছি। খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের দেবীপুর ও চক কল্যাণপুর গ্রামের মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রিজটি নির্মাণ করা হয়েছিল প্রায় ২৫ বছর আগে। ব্রিজটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিচের কাঠামো এখনো কোনোভাবে টিকে থাকলেও দুপাশে নেই রেলিং। কে বা কারা রডগুলো কেটে নিয়ে গেছে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না।
স্থানীয়দের দাবি, ব্রিজটি দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়ত অটো, ভ্যান, মাইক্রোবাস, নছিমনসহ ছোটখাটো যানবাহন চলাচল করে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্রিজটির দুপাশে রেলিং ও রড নেই। শুধু মূল কাঠামো দাঁড়িয়ে আছে। ফলে ব্রিজটিতে তৈরি হয়েছে ভীতিকর পরিস্থিতি।
চক কল্যাণপুর গ্রামের বাসিন্দা খলিল আহমেদ বলেন, ‘আমাদের চক কল্যাণপুর ও দেবীপুর গ্রামে যাতায়াতের জন্য মানুষ খুব দুর্ভোগের মধ্যে ছিল। আজ থেকে প্রায় ২৫ বছর আগে এই ব্রিজ নির্মাণ করে দুটি গ্রামের সংযোগ আরও সুন্দর হয়। বর্তমানে ব্রিজটির দুই দিকের রেলিং না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ভয় কাজ করে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে। তারা এই ভাঙা ব্রিজ দিয়ে স্কুলে যায়। আতঙ্কে থাকি, কখন কোনো দুর্ঘটনার খবর আসবে কিনা।’
স্থানীয় বাসিন্দা আব্দুল বারী বলেন, ‘এই ব্রিজের দুই দিকের রেলিং না থাকার কারণে চলতে গিয়ে পড়ে যাওয়ার ভয় হয়। এর আগে একটি শিশু এখান থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছে। আরেকজনের বুকের হাড় ভেঙেছে। তাই ব্রিজটি দ্রুত নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
পথচারী মোহাম্মদ শাহিন আলম বলেন, ‘আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় একটু ভয়ে থাকি। এদিক-ওদিক হলেই ব্রিজ থেকে নিচে পড়ে যাব। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত ব্রিজটি নির্মাণ করে দেওয়ার জন্য।’
বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. নবীছদ্দিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দেখছি ব্রিজটির দুই দিকের রেলিং নেই। এতে মানুষ একপ্রকার আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করে। দিনের চেয়ে রাতে বেশি ভয় হয়। এই ব্রিজ থেকে মানুষ যানবাহন নিয়ে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। এত দিন কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়েনি কেন, সেটাই জানি না। তবে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে কর্তৃপক্ষের অতি দ্রুত এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া উচিত। ব্রিজটি আনুমানিক প্রায় ২৫ বছর আগে নির্মাণ করা হয়েছে।’
বামন্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘ব্রিজটি এমন অবস্থায় রয়েছে, যা দেখে সত্যি কষ্ট লাগে। দুই দিকে নেই রেলিং, কে বা কারা কেটে নিয়ে গেছে রড। মানুষ যানবাহন নিয়ে অত্যন্ত ঝুঁকিতে চলাচল করে। তাই অতি দ্রুত কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া উচিত, তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
গাংনী উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে ব্রিজটি সম্পর্কে শুনেছি। খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্য রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন
২৫ মিনিট আগেআইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। এই স্থগিত দল হওয়া মানে তাদের সব কার্যক্রম স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না।
৩৭ মিনিট আগেগাজীপুরে কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কার করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়েছেন। আরেক নারী এখনো নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার খিড়াটি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ নারীকে উদ্ধারে ঘটনাস্থলে যান কাপাসিয়া ফায়ার সার্ভিসের
১ ঘণ্টা আগেপাবনার সাঁথিয়ায় বনগ্রাম জনতা ব্যাংক শাখার ম্যানেজার হেমায়েত করিমকে গ্রাহকদের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যাংকজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। ব্যাংক ম্যানেজার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আজ রোববার সকাল থেকে বনগ্রাম জনতা ব্যাংক শাখায় গ্রাহকদের ভিড়।
১ ঘণ্টা আগে