মাগুরা প্রতিনিধি
মাগুরায় বিয়ের গেট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সদর উপজেলার বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বুজরুকশ্রীকুণ্ডি গ্রামের ইনসার মিয়ার মেয়ের বিয়ের জন্য গেট তৈরি করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। গেট করা হলেও রাজ্জাক মোল্লা ও তাঁর সমর্থকদের দাওয়াত না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার বিয়ে শেষ হওয়ার পর আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।
সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় শামীম মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, তাঁরা বিয়ের দাওয়াতের বিষয়ে কিছু জানেন না। তবে বিয়ের দাওয়াত নিয়ে কথাকাটাকাটি হয়। এতে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে।
এদিকে এ ঘটনার পর কনের বাবাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিয়ের গেট খুলছে ডোকোরেটরের লোকজন। ওই এলাকায় পুলিশের দুটি গাড়ি টহলে রয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক মো. ইমরুল বলেন, ‘সকালে ঘটনার পর পর সেনাবাহিনী ঘুরে গেছে। এরপর পুলিশ পাহারা দিচ্ছে। যারা মারামারি করেছিল, তারা কেউ বাড়িতে নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।’
মাগুরায় বিয়ের গেট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সদর উপজেলার বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বুজরুকশ্রীকুণ্ডি গ্রামের ইনসার মিয়ার মেয়ের বিয়ের জন্য গেট তৈরি করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। গেট করা হলেও রাজ্জাক মোল্লা ও তাঁর সমর্থকদের দাওয়াত না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার বিয়ে শেষ হওয়ার পর আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।
সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় শামীম মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, তাঁরা বিয়ের দাওয়াতের বিষয়ে কিছু জানেন না। তবে বিয়ের দাওয়াত নিয়ে কথাকাটাকাটি হয়। এতে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে।
এদিকে এ ঘটনার পর কনের বাবাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিয়ের গেট খুলছে ডোকোরেটরের লোকজন। ওই এলাকায় পুলিশের দুটি গাড়ি টহলে রয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক মো. ইমরুল বলেন, ‘সকালে ঘটনার পর পর সেনাবাহিনী ঘুরে গেছে। এরপর পুলিশ পাহারা দিচ্ছে। যারা মারামারি করেছিল, তারা কেউ বাড়িতে নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।’
শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ওই নারীর পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ সেখানে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
৪ মিনিট আগেগাইবান্ধার পলাশবাড়ীতে ‘ভুল’ চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ‘মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’ সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান। এর আগে গত
১৩ মিনিট আগেআজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সংগঠনগুলোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এদিকে ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিলেও এখনো সিদ্ধান্তে অটল রয়েছেন প্রাইম মুভার ও ট্রেইলারচালক-মালিকেরা।
২২ মিনিট আগেচাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
৪০ মিনিট আগে