মাগুরা প্রতিনিধি
মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল বোতলে ভরে বাজারজাত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরীফের ব্যবসাপ্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও বিপণন বিভাগ। এ সময় অবৈধভাবে বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, শরীফ ড্রামের তেল বোতলে ভরে নিজস্ব মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনহীন সিল লাগিয়ে বাজারজাত করছিলেন, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন। এ অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরার মুদিদোকানিরা জানান, রোজার শুরুতে শরীফ পরিবেশক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং করেছেন। কেউ যেন ভেজাল তেল বিক্রি না করেন, সে বিষয়ে সতর্ক করেছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, শরীফ ব্যবসায়ী নেতা হওয়ার কারণে অনেকেই তাঁর অবৈধ কাজের বিষয়ে মুখ খুলতে সাহস পাননি। তিনি দীর্ঘদিন ধরে এমন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
জানতে চাইলে শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সয়াবিন তেলের মোড়কে বিএসটিআইয়ের সিল ছিল কিন্তু কাগজপত্র ছিল না বলে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আমি অন্য সব নিয়ম পালন করেছি।’
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, তিনি (শরীফ) অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহার করে খোলা সয়াবিন তেলে বোতলে ভরে বাজারজাত করছেন, যা আইনত অবৈধ। যে কারণে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল বোতলে ভরে বাজারজাত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরীফের ব্যবসাপ্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও বিপণন বিভাগ। এ সময় অবৈধভাবে বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, শরীফ ড্রামের তেল বোতলে ভরে নিজস্ব মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনহীন সিল লাগিয়ে বাজারজাত করছিলেন, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন। এ অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরার মুদিদোকানিরা জানান, রোজার শুরুতে শরীফ পরিবেশক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং করেছেন। কেউ যেন ভেজাল তেল বিক্রি না করেন, সে বিষয়ে সতর্ক করেছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, শরীফ ব্যবসায়ী নেতা হওয়ার কারণে অনেকেই তাঁর অবৈধ কাজের বিষয়ে মুখ খুলতে সাহস পাননি। তিনি দীর্ঘদিন ধরে এমন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
জানতে চাইলে শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সয়াবিন তেলের মোড়কে বিএসটিআইয়ের সিল ছিল কিন্তু কাগজপত্র ছিল না বলে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আমি অন্য সব নিয়ম পালন করেছি।’
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, তিনি (শরীফ) অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহার করে খোলা সয়াবিন তেলে বোতলে ভরে বাজারজাত করছেন, যা আইনত অবৈধ। যে কারণে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গতকাল মঙ্গলবার একদিনেই পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর
১৬ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
৪১ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
১ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
১ ঘণ্টা আগে