শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে পাঁচটি ফেরি দিয়ে শুরু হয়েছে যানবাহন পারাপার। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয় এই পারাপার। সন্ধ্যা ৬টা পর্যন্ত নৌরুটে সীমিতসংখ্যক ফেরি চলাচল করবে এবং রাতে বন্ধ থাকবে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এসব তথ্য জানিয়েছে।
দীর্ঘ ৪৭ দিন পর সোমবার দুটি কে টাইপ ফেরি দিয়ে ট্রায়াল দেওয়া হয় নৌরুটে। নৌরুট স্বাভাবিক থাকায় মঙ্গলবার ভোর থেকে আপাতত ছোট ফেরি চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, হালকা যানবাহন পার করা হচ্ছে ফেরিতে। ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ এখনো তৈরি হয়নি। ফেরি চালুর খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে ছোট যানবাহন ঘাটে আসছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্রোতের তীব্রতার কারণে পদ্মা সেতুর পিলারে একাধিক ফেরির ধাক্কার ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা এড়াতে গত ১৮ আগস্ট থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পদ্মায় স্রোত কমে এলে ফেরি চলাচল উপযোগী হবে কি না, তা দেখতে গতকাল সোমবার নৌরুটে দুটি ফেরির ট্রায়াল দেওয়া হয়। বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ৩৮টি যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে আসে কে-টাইপ ফেরি কুঞ্জলতা। ফেরিটি পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মধ্য দিয়ে অনায়াসেই অতিক্রম করে। ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌঁছার পর আবারও যানবাহন লোড করে শিমুলিয়ায় পৌঁছায়।
এ ছাড়া বাংলাবাজার ঘাট থেকেও কে-টাইপ ফেরি ক্যামেলিয়া যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি পদ্মা সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের মধ্য দিয়ে অতিক্রম করে।
ফেরি কুঞ্জলতার মাস্টার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, `নির্বিঘ্নে পদ্মা সেতু পার হয়ে এসেছি। স্রোতের গতিবেগ এখন সহনীয় পর্যায়ে রয়েছে।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উভয় ঘাট থেকেই ছোট ফেরিগুলো চলাচল শুরু করেছে। ঘাটে মাইক্রোবাস, প্রাইভেট কার, পিকআপসহ মোটরসাইকেল পার হচ্ছে। সাধারণ যাত্রীদেরও ফেরি চালুর খবরে ঘাটে দেখা গেছে। কিছু কিছু যাত্রী ফেরিতে পার হচ্ছে।
শিবচর থেকে ঢাকাগামী যাত্রী সুব্রত বলেন, ‘ফেরি চালু হওয়ায় স্বস্তিবোধ করছি। জরুরি প্রয়োজনে গাড়ি নিয়ে যেতে সমস্যা হবে না। অনেক দিন ধরেই আমরা দুর্ভোগে ছিলাম। ফেরি চলাচল স্বাভাবিক হলে আমাদের দুর্ভোগ দূর হবে।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, আপাতত ছোট ফেরি চলবে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। ঘাটে হালকা যানবাহন রয়েছে। তবে তেমন চাপ নেই। নৌরুট স্বাভাবিক রয়েছে।
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে পাঁচটি ফেরি দিয়ে শুরু হয়েছে যানবাহন পারাপার। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয় এই পারাপার। সন্ধ্যা ৬টা পর্যন্ত নৌরুটে সীমিতসংখ্যক ফেরি চলাচল করবে এবং রাতে বন্ধ থাকবে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এসব তথ্য জানিয়েছে।
দীর্ঘ ৪৭ দিন পর সোমবার দুটি কে টাইপ ফেরি দিয়ে ট্রায়াল দেওয়া হয় নৌরুটে। নৌরুট স্বাভাবিক থাকায় মঙ্গলবার ভোর থেকে আপাতত ছোট ফেরি চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, হালকা যানবাহন পার করা হচ্ছে ফেরিতে। ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ এখনো তৈরি হয়নি। ফেরি চালুর খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে ছোট যানবাহন ঘাটে আসছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্রোতের তীব্রতার কারণে পদ্মা সেতুর পিলারে একাধিক ফেরির ধাক্কার ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা এড়াতে গত ১৮ আগস্ট থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পদ্মায় স্রোত কমে এলে ফেরি চলাচল উপযোগী হবে কি না, তা দেখতে গতকাল সোমবার নৌরুটে দুটি ফেরির ট্রায়াল দেওয়া হয়। বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ৩৮টি যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে আসে কে-টাইপ ফেরি কুঞ্জলতা। ফেরিটি পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মধ্য দিয়ে অনায়াসেই অতিক্রম করে। ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌঁছার পর আবারও যানবাহন লোড করে শিমুলিয়ায় পৌঁছায়।
এ ছাড়া বাংলাবাজার ঘাট থেকেও কে-টাইপ ফেরি ক্যামেলিয়া যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি পদ্মা সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের মধ্য দিয়ে অতিক্রম করে।
ফেরি কুঞ্জলতার মাস্টার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, `নির্বিঘ্নে পদ্মা সেতু পার হয়ে এসেছি। স্রোতের গতিবেগ এখন সহনীয় পর্যায়ে রয়েছে।'
বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উভয় ঘাট থেকেই ছোট ফেরিগুলো চলাচল শুরু করেছে। ঘাটে মাইক্রোবাস, প্রাইভেট কার, পিকআপসহ মোটরসাইকেল পার হচ্ছে। সাধারণ যাত্রীদেরও ফেরি চালুর খবরে ঘাটে দেখা গেছে। কিছু কিছু যাত্রী ফেরিতে পার হচ্ছে।
শিবচর থেকে ঢাকাগামী যাত্রী সুব্রত বলেন, ‘ফেরি চালু হওয়ায় স্বস্তিবোধ করছি। জরুরি প্রয়োজনে গাড়ি নিয়ে যেতে সমস্যা হবে না। অনেক দিন ধরেই আমরা দুর্ভোগে ছিলাম। ফেরি চলাচল স্বাভাবিক হলে আমাদের দুর্ভোগ দূর হবে।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, আপাতত ছোট ফেরি চলবে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। ঘাটে হালকা যানবাহন রয়েছে। তবে তেমন চাপ নেই। নৌরুট স্বাভাবিক রয়েছে।
মাদারীপুরে বাসের ধাক্কায় শাহ আলম মাতুব্বর (৫০) নামের এক চা-দোকানদার নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহিন্দ্রার চার যাত্রী। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে চিকিৎসকের অবহেলায় শাহ আলম (৫০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ করেছেন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেরাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল অঙ্কের পণ্য পুড়ে গেছে। ধ্বংস হয়েছে গার্মেন্টস রপ্তানির চালান, ওষুধ শিল্পের কাঁচামাল এবং আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের শত শত শিপমেন্ট। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, এখানে কেবল আর্থিক ক্ষতি নয়, বরং দেশের শিল্প
২১ মিনিট আগেবাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ আটকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে ভুখা মিছিলটি শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে আসার চেষ্টা করলে হাইকোর্টের মাজার গেটে আটকে দেয় পুলিশ।
৩১ মিনিট আগে