মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এ নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ও সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন ৪৯ ভোট।
এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আরমিন, আসাদুজ্জামান ও জালালুর রহমান।
সহসভাপতি পদে নির্বাচনে বিজয়ী হয়েছেন মাহবুব হাসান সরেজ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিলা পারভীন ও মো. মশিউর রহমান পারভেজ; কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক; আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু; মুহুরী সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল।
সাধারণ সদস্য পদে পাঁচজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন সৈয়দা তাহমিনা খানম তুলি, মো. এনামুল হক, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও মো. আবু সুফিয়ান।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে একটানা বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়েছে ২৯৩টি। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়।
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এ নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ও সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন ৪৯ ভোট।
এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আরমিন, আসাদুজ্জামান ও জালালুর রহমান।
সহসভাপতি পদে নির্বাচনে বিজয়ী হয়েছেন মাহবুব হাসান সরেজ; যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিলা পারভীন ও মো. মশিউর রহমান পারভেজ; কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক; আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার কলি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); লাইব্রেরি সম্পাদক পদে মুনির হাসান মিঠু; মুহুরী সম্পাদক পদে এ কে এম আজিজুল হক মুকুল।
সাধারণ সদস্য পদে পাঁচজন বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন সৈয়দা তাহমিনা খানম তুলি, মো. এনামুল হক, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও মো. আবু সুফিয়ান।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে একটানা বেলা সাড়ে ৩টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়েছে ২৯৩টি। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
৩১ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
৩৬ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
১ ঘণ্টা আগে