মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে এই আগুনের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শহরের পুরান বাজারে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কাপড়, গার্মেন্টস, কসমেটিকস, সেনেটারিসহ ১৯টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বিসমিল্লাহ কসমেটিকসের মালিক মো. স্বপন বলেন, ‘আমার দোকানে বিভিন্ন ধরনের কসমেটিকস ও চায়না ব্যাগ ছিল। সব পুড়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’
চায়না ব্যাগ হাউজের মালিক মো. জুয়েল মোল্লা বলেন, ‘আমার সব পুড়ে গেছে। এতে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সুমন ভ্যারাইটিসের মালিক সুমন মুন্সি বলেন, ‘আমার দোকানের কসমেটিকসসহ সব মালামাল পুড়ে গেছে। আমার ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে করে আমিসহ পুরো পরিবার পথে বসে গেছি।’
নাম না প্রকাশে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এটা জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এখানে বড় মসজিদে একটা পুকুর ছিল। তাও কয়েক বছর আগে ভরাট করা হয়েছে। সেটা ভরাট করার সময় আমরা বণিক সমিতিকে জানিয়েছিলাম। তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ পুকুরটি থাকলে এত ক্ষতি হতো না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিক এলাকা পুরানবাজার পানি সরবরাহ করতে দেরি হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মাদারীপুরে প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে এই আগুনের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শহরের পুরান বাজারে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কাপড়, গার্মেন্টস, কসমেটিকস, সেনেটারিসহ ১৯টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বিসমিল্লাহ কসমেটিকসের মালিক মো. স্বপন বলেন, ‘আমার দোকানে বিভিন্ন ধরনের কসমেটিকস ও চায়না ব্যাগ ছিল। সব পুড়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’
চায়না ব্যাগ হাউজের মালিক মো. জুয়েল মোল্লা বলেন, ‘আমার সব পুড়ে গেছে। এতে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সুমন ভ্যারাইটিসের মালিক সুমন মুন্সি বলেন, ‘আমার দোকানের কসমেটিকসসহ সব মালামাল পুড়ে গেছে। আমার ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে করে আমিসহ পুরো পরিবার পথে বসে গেছি।’
নাম না প্রকাশে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘এটা জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এখানে বড় মসজিদে একটা পুকুর ছিল। তাও কয়েক বছর আগে ভরাট করা হয়েছে। সেটা ভরাট করার সময় আমরা বণিক সমিতিকে জানিয়েছিলাম। তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ পুকুরটি থাকলে এত ক্ষতি হতো না।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিক এলাকা পুরানবাজার পানি সরবরাহ করতে দেরি হওয়ার আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
১ ঘণ্টা আগেআলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করতে তাঁরা। এমনকি দেশে অন্যদের এই কাজে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।
১ ঘণ্টা আগে