নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্যালিকা হত্যার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল গনি নাগেশ্বরী উপজেলার আশকর নগর গ্রামের বাসিন্দা। নিহত শ্যালিকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাফছা আকতার খুশি একই গ্রামের বাবু মিয়ার কন্যা।
খুশির পরিবারের অভিযোগ, গতকাল রোববার বিকেলে খুশির শয়নকক্ষে তাকে হত্যা করা হয়। পরে নাগেশ্বরী থানা-পুলিশ রাতে মরদেহ উদ্ধার ও দুলাভাই আব্দুল গনিকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সোমবার সকালে খুশির বাবা বাদী হয়ে আব্দুল গনিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এর আগে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেন আব্দুল গনি।
মামলা সূত্রে জানা গেছে, আব্দুল গনির সঙ্গে ৪ সেপ্টেম্বর খুশির চাচাতো বোন আঞ্জুয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুল গনি। শ্বশুরবাড়িতে রাতে ঘুমানোর জায়গা কম থাকায় তিনি তাঁর স্ত্রীকে নিয়ে খুশিদের বাড়িতে থাকতেন। এ সময় একদিন স্বামী-স্ত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় রাগে খুশিকে মারধরের পরিকল্পনা করেন গনি। পরিকল্পনামোতাবেক রোববার বিকেলে খুশিকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে বিছানায় ফেলে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে বিষয়টি ভিন্ন খাতে পরিচালিত করতে খুশির মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন গনি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, ‘সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার আব্দুল গনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, খুশির বাবা বাবু মিয়া ঢাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। পারিবারিক কলহের জেরে তিন মাস আগে খুশির মা বাবার বাড়ি চলে যান। সেই থেকে আশকরনগর গ্রামের ফুফুর বাড়িতে তিন বোনসহ থাকত খুশি।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্যালিকা হত্যার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল গনি নাগেশ্বরী উপজেলার আশকর নগর গ্রামের বাসিন্দা। নিহত শ্যালিকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাফছা আকতার খুশি একই গ্রামের বাবু মিয়ার কন্যা।
খুশির পরিবারের অভিযোগ, গতকাল রোববার বিকেলে খুশির শয়নকক্ষে তাকে হত্যা করা হয়। পরে নাগেশ্বরী থানা-পুলিশ রাতে মরদেহ উদ্ধার ও দুলাভাই আব্দুল গনিকে আটক করে থানায় নিয়ে যায়। আজ সোমবার সকালে খুশির বাবা বাদী হয়ে আব্দুল গনিকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এর আগে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেন আব্দুল গনি।
মামলা সূত্রে জানা গেছে, আব্দুল গনির সঙ্গে ৪ সেপ্টেম্বর খুশির চাচাতো বোন আঞ্জুয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুল গনি। শ্বশুরবাড়িতে রাতে ঘুমানোর জায়গা কম থাকায় তিনি তাঁর স্ত্রীকে নিয়ে খুশিদের বাড়িতে থাকতেন। এ সময় একদিন স্বামী-স্ত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় রাগে খুশিকে মারধরের পরিকল্পনা করেন গনি। পরিকল্পনামোতাবেক রোববার বিকেলে খুশিকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে বিছানায় ফেলে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে বিষয়টি ভিন্ন খাতে পরিচালিত করতে খুশির মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন গনি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, ‘সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার আব্দুল গনিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, খুশির বাবা বাবু মিয়া ঢাকায় একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। পারিবারিক কলহের জেরে তিন মাস আগে খুশির মা বাবার বাড়ি চলে যান। সেই থেকে আশকরনগর গ্রামের ফুফুর বাড়িতে তিন বোনসহ থাকত খুশি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
৫ মিনিট আগেসুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূর্ণিমা উৎসব আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে। পুণ্যস্নানের জন্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে বন বিভাগ পাঁচটি পথ (রুট) নির্ধারণ করেছে। এ সময় হরিণ মারার ফাঁদসহ বিভিন্ন দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
২২ মিনিট আগেলাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের জন্য ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে উপজেলার ৫১ জন খুচরা
২৪ মিনিট আগেসিটিটিসি ও ডিবি উভয় সংস্থা জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারের বিরুদ্ধে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টায় লিপ্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
২৫ মিনিট আগে