নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়া ৬২ কেজি ওজনের একটি বাগাড় মাছ প্রায় ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
মাছটি গতকাল বৃহস্পতিবার চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়ে। পরে নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী মালিক হানিফ আলী ৫০ হাজার টাকায় কিনে রাতে নাগেশ্বরীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হলে সেটি দেখতে মানুষের ভিড় জমে যায়। সবাই মাছটি দেখে বিস্ময় প্রকাশ করেন।
মাছ ব্যবসায়ী হানিফ বলেন, ‘চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে বর্শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনি। দাম বেশি তাই ক্রেতা কম। শুক্রবার সকালে পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়।’
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝেমধ্যে বিভিন্ন জাতের বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায় এই জেলার নদ-নদী এখনো মৎস্যসম্পদে সমৃদ্ধ।
ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়া ৬২ কেজি ওজনের একটি বাগাড় মাছ প্রায় ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
মাছটি গতকাল বৃহস্পতিবার চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়ে। পরে নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী মালিক হানিফ আলী ৫০ হাজার টাকায় কিনে রাতে নাগেশ্বরীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হলে সেটি দেখতে মানুষের ভিড় জমে যায়। সবাই মাছটি দেখে বিস্ময় প্রকাশ করেন।
মাছ ব্যবসায়ী হানিফ বলেন, ‘চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে বর্শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনি। দাম বেশি তাই ক্রেতা কম। শুক্রবার সকালে পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়।’
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝেমধ্যে বিভিন্ন জাতের বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায় এই জেলার নদ-নদী এখনো মৎস্যসম্পদে সমৃদ্ধ।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
১ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৫ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেইয়ান ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
১৩ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন ও মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে ‘চবি রংপুর ডিভিশন স্টুডেন্টস ইউনিটি’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে মশাল মিছিল নিয়ে শহীদ মিনার থেকে জিরো
১৬ মিনিট আগে