Ajker Patrika

৬২ কেজির বাগাড় মাছ লাখ টাকায় বিক্রি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৫: ৪০
৬২ কেজির বাগাড় মাছ লাখ টাকায় বিক্রি

ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়া ৬২ কেজি ওজনের একটি বাগাড় মাছ প্রায় ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

মাছটি গতকাল বৃহস্পতিবার চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়ে। পরে নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী মালিক হানিফ আলী ৫০ হাজার টাকায় কিনে রাতে নাগেশ্বরীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হলে সেটি দেখতে মানুষের ভিড় জমে যায়। সবাই মাছটি দেখে বিস্ময় প্রকাশ করেন।

মাছ ব্যবসায়ী হানিফ বলেন, ‘চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে বর্শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনি। দাম বেশি তাই ক্রেতা কম। শুক্রবার সকালে পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়।’

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝেমধ্যে বিভিন্ন জাতের বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায় এই জেলার নদ-নদী এখনো মৎস্যসম্পদে সমৃদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

টিকটকে প্রেম, বিয়ের প্রতিশ্রুতিতে রাঙামাটিতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত