Ajker Patrika

নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, কারখানামালিক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা
গ্রেপ্তার নাছির। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার নাছির। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে নাছির নামের এক কারখানামালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ জুলাই) তাঁকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে নাছির কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক ভৈরব থানায় সাদিয়া শু কারখানামালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে গতকাল সোমবার রাতে উপজেলার লালুকালু মার্কেট থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নাছিরের বাড়ি ভৈরব থানার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব স্টেডিয়ামের মোড়ে সাদিয়া শু কারখানায় দীর্ঘদিন ধরে ওই নারী শ্রমিককে ধর্ষণ করে আসছিলেন নাছির। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। নাছির বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বাধ্য হয়ে ১৩ জুলাই রাতে ভৈরব থানায় লিখিত অভিযোগ দেন ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক।

ভৈরব থানার উপপরিদর্শক এমদাদুল হক কবির বলেন, ‘ধর্ষণের শিকার নারী বাদী হয়ে নাছিরের নামে মামলা করেছেন। আমরা অভিযোগ পেয়েই নাছিরকে আটক করি। মামলা করার পর গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি শাহজালালের আগুন, ফ্লাইট ওঠানামা স্থগিত

৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল

মা-বাবাকে খুন করে জেলে রাজু, অনিশ্চিত স্ত্রী ও ৯ মাসের শিশুকন্যার ভবিষ্যৎ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত