কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারপিটে পিতা ও তিন পুত্র আহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
হামলায় শফিকুল ইসলাম শফিক (৪০) ও ইয়াসিন আরাফাত তরিফুল (৩৩) নামে দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শফিকুল ইসলাম শফিক ও ইয়াসিন আরাফাত তরিফুল করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পাথারিয়াপাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত অপর সহোদর মো. সুমন মিয়া (২৮) এই অভিযোগ করেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পাথারিয়াপাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিন ও তার ভাই সিরাজুল ইসলাম ১৯৮০ সালে একই গ্রামের বধু মিয়ার কাছ থেকে ১৬ শতাংশ জায়গা কেনেন। কিন্তু রেকর্ড ভুল হওয়ায় ২০০৩ সালে বধু মিয়া আবারও দলিল দেন। সেখানে একটি দোকান তৈরি করে জায়গা দখলে নেন গিয়াস উদ্দিন।
পরবর্তীতে বধু মিয়া মারা যাওয়ার পর ১৬ শতাংশ জায়গার মধ্যে আট শতাংশ জায়গার কাগজে ঘাপলা ধরা পড়লে ২০১৫ সালে তার ছেলে-মেয়েরা নতুন করে দলিল দেন। কিন্তু এ দলিলেও সাড়ে পাঁচ শতাংশ জায়গা সরকারি খতিয়ানভুক্ত ছিল। ফলে সাড়ে ১০ শতাংশ জায়গা ভোগ দখল করে আসছেন মো. গিয়াস উদ্দিন ও তার ভাইয়ের সন্তানেরা। বাকি জায়গা বুঝিয়ে না দেওয়ায় এ নিয়ে গত ৮ বছর ধরে মৃত বধু মিয়ার দুই ছেলে মতি মিয়া ও হেলাল মিয়ার সঙ্গে গিয়াস উদ্দিনের পরিবারের বিরোধ চলে আসছে।
কয়েকদফা মাপজোক হলেও জায়গা বুঝিয়ে দেননি মতি মিয়া ও হেলাল মিয়া। জায়গা পরিমাপের জন্য আগামী রোববার পুনরায় তারিখ করা হয়। কিন্তু এর আগেই গতকাল মঙ্গলবার সকালে জায়গার সীমানা খুঁটি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এর জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে মতি মিয়া ও হেলাল মিয়াসহ ১৮-১৯ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে গিয়াস উদ্দিন ও তার তিন ছেলে শফিক, তরিফুল ও সুমনের ওপর হামলা চালায়। এ সময় তাদের আহত করা ছাড়াও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় হামলাকারীরা।
এ ছাড়া তাদের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটসহ ক্যাশবাক্সে থাকা নগদ সাড়ে ছয় লাখ টাকা নিয়ে যায়। ঘটনার পর গুরুতর আহত দুই সহোদর শফিকুল ইসলাম শফিক ও ইয়াসিন আরাফাত তরিফুলকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারপিটে পিতা ও তিন পুত্র আহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
হামলায় শফিকুল ইসলাম শফিক (৪০) ও ইয়াসিন আরাফাত তরিফুল (৩৩) নামে দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শফিকুল ইসলাম শফিক ও ইয়াসিন আরাফাত তরিফুল করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পাথারিয়াপাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত অপর সহোদর মো. সুমন মিয়া (২৮) এই অভিযোগ করেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পাথারিয়াপাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিন ও তার ভাই সিরাজুল ইসলাম ১৯৮০ সালে একই গ্রামের বধু মিয়ার কাছ থেকে ১৬ শতাংশ জায়গা কেনেন। কিন্তু রেকর্ড ভুল হওয়ায় ২০০৩ সালে বধু মিয়া আবারও দলিল দেন। সেখানে একটি দোকান তৈরি করে জায়গা দখলে নেন গিয়াস উদ্দিন।
পরবর্তীতে বধু মিয়া মারা যাওয়ার পর ১৬ শতাংশ জায়গার মধ্যে আট শতাংশ জায়গার কাগজে ঘাপলা ধরা পড়লে ২০১৫ সালে তার ছেলে-মেয়েরা নতুন করে দলিল দেন। কিন্তু এ দলিলেও সাড়ে পাঁচ শতাংশ জায়গা সরকারি খতিয়ানভুক্ত ছিল। ফলে সাড়ে ১০ শতাংশ জায়গা ভোগ দখল করে আসছেন মো. গিয়াস উদ্দিন ও তার ভাইয়ের সন্তানেরা। বাকি জায়গা বুঝিয়ে না দেওয়ায় এ নিয়ে গত ৮ বছর ধরে মৃত বধু মিয়ার দুই ছেলে মতি মিয়া ও হেলাল মিয়ার সঙ্গে গিয়াস উদ্দিনের পরিবারের বিরোধ চলে আসছে।
কয়েকদফা মাপজোক হলেও জায়গা বুঝিয়ে দেননি মতি মিয়া ও হেলাল মিয়া। জায়গা পরিমাপের জন্য আগামী রোববার পুনরায় তারিখ করা হয়। কিন্তু এর আগেই গতকাল মঙ্গলবার সকালে জায়গার সীমানা খুঁটি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এর জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে মতি মিয়া ও হেলাল মিয়াসহ ১৮-১৯ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে গিয়াস উদ্দিন ও তার তিন ছেলে শফিক, তরিফুল ও সুমনের ওপর হামলা চালায়। এ সময় তাদের আহত করা ছাড়াও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় হামলাকারীরা।
এ ছাড়া তাদের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটসহ ক্যাশবাক্সে থাকা নগদ সাড়ে ছয় লাখ টাকা নিয়ে যায়। ঘটনার পর গুরুতর আহত দুই সহোদর শফিকুল ইসলাম শফিক ও ইয়াসিন আরাফাত তরিফুলকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
১১ মিনিট আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১৮ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
২১ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে