অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ছয় ইউনিয়নে অসহনীয় লোডশেডিং। ভ্যাপসা গরমে মানুষের ভোগান্তি চরমে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে বিদ্যুতের লুকোচুরি খেলা।
মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা যায়, শরৎকালে এই ভ্যাপসা গরমে জাতীয়ভাবে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদিত না হওয়ায় সরবরাহে কিছু সমস্যা হচ্ছে। অচিরেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অষ্টগ্রাম পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের পূর্ব অষ্টগ্রাম, কলমা, দেওঘর, বাঙ্গালপাড়া ইউনিয়নে এক ঘণ্টা পর পর লোড শেডিং হয়। আব্দুল্লাহপুর ও আদমপুর ইউনিয়নেও ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এ সময় কয়েক হাজার গ্রাহক চরম বিপাকে পড়ে।
দেওঘর ইউনিয়নের শেখ বোরহান উদ্দিন বলেন, গরম যত বাড়ে, বিদ্যুৎ তত কমে। এই অসহনীয় গরমে দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল মনে হয়। গতকাল মঙ্গলবার রাতে মনে হলো বিদ্যুৎ লুকোচুরি খেলা শুরু করেছে।
খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের বিল্লাল হোসেন বলেন, সন্ধ্যায় কারেন্ট গিয়ে এল রাত ১২টায়। ১৫ মিনিট পর আবার গেল। সারা রাতে দুই-আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল। এই গরমে মানুষ অতিষ্ঠ বিদ্যুৎ ছাড়া। এর সমাধান দরকার।
মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, জাতীয়ভাবে উৎপাদনের তুলনায় রাতে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হচ্ছে। দিনে কোনো সমস্যা হচ্ছে না।
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ছয় ইউনিয়নে অসহনীয় লোডশেডিং। ভ্যাপসা গরমে মানুষের ভোগান্তি চরমে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে বিদ্যুতের লুকোচুরি খেলা।
মিঠামইন পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা যায়, শরৎকালে এই ভ্যাপসা গরমে জাতীয়ভাবে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদিত না হওয়ায় সরবরাহে কিছু সমস্যা হচ্ছে। অচিরেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অষ্টগ্রাম পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের পূর্ব অষ্টগ্রাম, কলমা, দেওঘর, বাঙ্গালপাড়া ইউনিয়নে এক ঘণ্টা পর পর লোড শেডিং হয়। আব্দুল্লাহপুর ও আদমপুর ইউনিয়নেও ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এ সময় কয়েক হাজার গ্রাহক চরম বিপাকে পড়ে।
দেওঘর ইউনিয়নের শেখ বোরহান উদ্দিন বলেন, গরম যত বাড়ে, বিদ্যুৎ তত কমে। এই অসহনীয় গরমে দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল মনে হয়। গতকাল মঙ্গলবার রাতে মনে হলো বিদ্যুৎ লুকোচুরি খেলা শুরু করেছে।
খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের বিল্লাল হোসেন বলেন, সন্ধ্যায় কারেন্ট গিয়ে এল রাত ১২টায়। ১৫ মিনিট পর আবার গেল। সারা রাতে দুই-আড়াই ঘণ্টা বিদ্যুৎ ছিল। এই গরমে মানুষ অতিষ্ঠ বিদ্যুৎ ছাড়া। এর সমাধান দরকার।
মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, জাতীয়ভাবে উৎপাদনের তুলনায় রাতে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হচ্ছে। দিনে কোনো সমস্যা হচ্ছে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসেনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে আজ সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন স্থান থেকে তাঁদেরকে আটক করা হয়। প্রেমের সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
৩৯ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে