কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে ছুরিকাঘাতে হত্যার মামলায় প্রধান আসামি আবদুল হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার বিকেলে গাজীপুর জেলার টঙ্গী থানার আল-আকসা মসজিদ রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল হাকিম উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সোলেয়মান হোসেনের ছেলে।
নিহত সবুজ মিয়া (৫০) হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর বাঘারিচর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
আজ বেলা ১১টার দিকে হোসেনপুর থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন।
ওসি নাহিদ হাসান সুমন জানান, গত ৯ এপ্রিল সকালে উত্তর গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়া ও গফুর মাস্টারের মধ্যে বিরোধপূর্ণ ফসলি জমি নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে ওই দিন বিকেলের দিকে হাকিম, গফুর মাস্টারসহ ৮ থেকে ১০ জন সবুজ মিয়া ও হারেছের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। তাঁর ছোট ভাইয়ের অবস্থা শঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
ওসি আরও জানান, গত ১০ এপ্রিল নিহতের স্ত্রী শান্তি আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল অভিযান চালিয়ে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় এর আগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে ছুরিকাঘাতে হত্যার মামলায় প্রধান আসামি আবদুল হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রোববার বিকেলে গাজীপুর জেলার টঙ্গী থানার আল-আকসা মসজিদ রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুল হাকিম উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সোলেয়মান হোসেনের ছেলে।
নিহত সবুজ মিয়া (৫০) হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর বাঘারিচর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
আজ বেলা ১১টার দিকে হোসেনপুর থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন।
ওসি নাহিদ হাসান সুমন জানান, গত ৯ এপ্রিল সকালে উত্তর গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়া ও গফুর মাস্টারের মধ্যে বিরোধপূর্ণ ফসলি জমি নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে ওই দিন বিকেলের দিকে হাকিম, গফুর মাস্টারসহ ৮ থেকে ১০ জন সবুজ মিয়া ও হারেছের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। তাঁর ছোট ভাইয়ের অবস্থা শঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
ওসি আরও জানান, গত ১০ এপ্রিল নিহতের স্ত্রী শান্তি আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গতকাল অভিযান চালিয়ে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় এর আগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
৪ মিনিট আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
৩৪ মিনিট আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
২ ঘণ্টা আগে