কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ বছর হয়ে গেল। একটা সড়ক অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে সংস্কারবিহীন। এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই; বৃষ্টি হলে তো কথাই নেই। কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীধরখিলা এলাকার খাইরুলের বাড়ি থেকে জালু মোড়লের বাড়ি পর্যন্ত সড়কটির এ অবস্থা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভাঙা রাস্তা। পাশে ড্রেনের ওপর কোনো স্ল্যাব নেই। সড়কের পিচঢালাই উঠে মাটি বের হয়েছে। সামান্য বৃষ্টিতে পানি আর কাদায় একাকার হয়ে গেছে।
ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দা এ এস এম সুমন (৪০) বলেন, ‘সড়ক ও ড্রেনটি এমনভাবে অবহেলিত হয়েছে যে মনে হয়, পৌরসভার তালিকায় এই সড়ক ও ড্রেন এবং এই ওয়ার্ডে কোনো নির্বাচিত প্রতিনিধি ছিল না কোনো সময়।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান আসেনি। উল্টো অবহেলা করে রাস্তা পুনর্নির্মাণ ও সংস্কার বাতিল করে দেয়।
কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘১৫৫ মিটারের সড়কটি পুনর্নির্মাণ অতি জরুরি। আমরা ১ নম্বর ওয়ার্ডের এই সড়ক পুনর্নির্মাণ অগ্রাধিকার ভিত্তিতে রেখেছিলাম। কিন্তু কিশোরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ পরিদর্শনে গিয়ে ১২ ফুটের নিচে কোনো সড়ক নির্মাণ করা যাবে না বলে জানান। পরে আর সড়কটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি।’
জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক মমতাজ বেগম বলেন, ‘আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমি সরেজমিন পরিদর্শনেও যাব। আগামী অর্থবছরে এর সুফল পাবেন এলাকাবাসী।’
২২ বছর হয়ে গেল। একটা সড়ক অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে সংস্কারবিহীন। এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই; বৃষ্টি হলে তো কথাই নেই। কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীধরখিলা এলাকার খাইরুলের বাড়ি থেকে জালু মোড়লের বাড়ি পর্যন্ত সড়কটির এ অবস্থা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভাঙা রাস্তা। পাশে ড্রেনের ওপর কোনো স্ল্যাব নেই। সড়কের পিচঢালাই উঠে মাটি বের হয়েছে। সামান্য বৃষ্টিতে পানি আর কাদায় একাকার হয়ে গেছে।
ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দা এ এস এম সুমন (৪০) বলেন, ‘সড়ক ও ড্রেনটি এমনভাবে অবহেলিত হয়েছে যে মনে হয়, পৌরসভার তালিকায় এই সড়ক ও ড্রেন এবং এই ওয়ার্ডে কোনো নির্বাচিত প্রতিনিধি ছিল না কোনো সময়।’
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান আসেনি। উল্টো অবহেলা করে রাস্তা পুনর্নির্মাণ ও সংস্কার বাতিল করে দেয়।
কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘১৫৫ মিটারের সড়কটি পুনর্নির্মাণ অতি জরুরি। আমরা ১ নম্বর ওয়ার্ডের এই সড়ক পুনর্নির্মাণ অগ্রাধিকার ভিত্তিতে রেখেছিলাম। কিন্তু কিশোরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ পরিদর্শনে গিয়ে ১২ ফুটের নিচে কোনো সড়ক নির্মাণ করা যাবে না বলে জানান। পরে আর সড়কটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি।’
জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক মমতাজ বেগম বলেন, ‘আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আমি সরেজমিন পরিদর্শনেও যাব। আগামী অর্থবছরে এর সুফল পাবেন এলাকাবাসী।’
ওবায়দুর মাসুম বলেন, ‘আমি প্রায়ই অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে চলে আসি। আজও (রোববার) রাত ৯টার দিকে মহাখালীর অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলাম। বনানীতে চশমার দোকানে যাওয়ার কারণে কিছুটা দেরি হয়। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে আমার বাইকের...
৩১ মিনিট আগেকয়েক দিন আগে জিহাদ কলেজ থেকে ছুটি নিয়ে টঙ্গীর বাসায় আসেন। গতকাল রোববার সন্ধ্যায় রহমান ও আরিফ হোসেন নামে দুই বন্ধুর সঙ্গে দেখা হয় জিহাদের। তাঁরা তিনজন একসঙ্গে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ছুরি নিয়ে তাঁদের পথরোধ করে। এ সময় রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে যান। জিহাদকে একা পেয়ে হাম
৩৩ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে প্রাণে বাঁচতে গিয়ে আহত হয়েছেন বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেকিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকায় দাপিয়ে বেড়ানো বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এই
১ ঘণ্টা আগে