কিশোরগঞ্জ প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার আগের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন।
এর আগে গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। এ সময় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এই ঘটনার পরপরই কিশোরগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ সদর দপ্তরের পুনর্বিবেচনায় এসপি হাছান চৌধুরীর দায়িত্ব পালনে প্রশাসনিক কোনো গাফিলতি পাওয়া না যাওয়ায় তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। ফলে তিনি কিশোরগঞ্জে এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সালের ৩১ আগস্ট এসপি হিসেবে তিনি এই পদে যোগ দেন।
এ বিষয় জানতে মোহাম্মদ হাছান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আজ সোমবার থেকে এসপি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাই।’
উল্লেখ্য, থাইল্যান্ডে চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৯ জুলাই দেশে ফিরে আসেন।
আ্ররও পড়ুন:
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার আগের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন।
এর আগে গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড যান। এ সময় তাঁকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এই ঘটনার পরপরই কিশোরগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশ সদর দপ্তরের পুনর্বিবেচনায় এসপি হাছান চৌধুরীর দায়িত্ব পালনে প্রশাসনিক কোনো গাফিলতি পাওয়া না যাওয়ায় তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। ফলে তিনি কিশোরগঞ্জে এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সালের ৩১ আগস্ট এসপি হিসেবে তিনি এই পদে যোগ দেন।
এ বিষয় জানতে মোহাম্মদ হাছান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আজ সোমবার থেকে এসপি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাই।’
উল্লেখ্য, থাইল্যান্ডে চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৯ জুলাই দেশে ফিরে আসেন।
আ্ররও পড়ুন:
ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
৫ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেদেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
৪৩ মিনিট আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
১ ঘণ্টা আগে